লন্ডনের হিথ্রো বিমানবন্দর কেনা-বেচা
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিথ্রো বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর৷ তারই শেয়ার কেনা-বেচা চলছে সৌদি আরব আর স্পেনের দুটি প্রতিষ্ঠানের মধ্যে৷ তাতে হিথ্রোর মালিক হয়ে যাচ্ছে ছয় দেশের ছয়টি প্রতিষ্ঠান৷ ছবিঘরে বিস্তারিত...
হিথ্রোর আসল মালিক
লন্ডনের হিথ্রো বিমান বন্দরের মালিক আসলে এফজিপি টপকো লিমিটেড নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান৷
হিথ্রোর ১০% সৌদি আরবে
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লন্ডন হিথ্রো বিমান বন্দরের ১০% মালিকানা কিনে নিচ্ছে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)৷ তবে তা এফজিপি টপকো লিমিটেডের কাছ থেকে কিনছে না তারা৷ এফজিপি টপকোর কাছ থেকে যে প্রতিষ্ঠানগুলো শেয়ার কিনেছিল তাদের মধ্যে অন্যতম ফেরোভিয়াল নামের একটি স্প্যানিশ প্রতিষ্ঠান৷ অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান ফেরোভিয়ালের কাছ থেকেই এখন হিথ্রোর মোট শেয়ারের ১০% কিনছে পিআইএফ৷
হিথ্রোর ১৫% ফ্রান্সে
রয়টার্স আরো জানিয়েছে, সম্প্রতি নিজেদের অংশের ২৫% বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ফেরোভিয়াল৷ ওই ২৫%-এর ১০% কিনছে সৌদি আরবের পিআইএফ আর বাকি ১৫% কিনছে ফরাসি প্রতিষ্ঠান আর্দিয়ান৷
লন্ডনের আকাশসীমায় কাতারের দাপট
এতদিন হিথ্রোর সবচেয়ে বেশি অংশের মালিকানা ছিল ফ্রান্সের ইকুইটি গ্রুপ আর্দিয়ানের৷ তারা ২৫% বিক্রি করলে সেই স্থান নিয়ে নেবে কাতারের ইনভেস্টমেন্ট অথরিটি৷ হিথ্রোর ২০%-এর মালিকানা এখন তাদের৷
চীন-সৌদি আরব পাশাপাশি
২৫% বিক্রি করায় ফ্রান্সের আর্দিয়ান এখন হিথ্রোর দ্বিতীয় বৃহত্তম অংশীদার৷ ১০% করে মালিকানা নিয়ে আর্দিয়ানের পরেই আছে সৌদি আরবের পিআইএফ এবং চীনের ইনভেস্টমেন্ট কর্পোরেশন৷
তিন দেশের বিমান বন্দরে স্পেনের ফেরিওভাল
স্পেনের ফেরিওভাল ব্রিটেন, তুরস্ক আর যুক্তরাষ্ট্রে বিমান বন্দর কেনার ব্যবসা ছড়িয়েছে৷ জানা গেছে, যুক্তরাজ্যের অ্যাবার্ডিন, গ্লাসগো এবং সাউদাম্পটনের তিনটি বিমান বন্দরের ৫০%-এর মালিকানাও রয়েছে ফেরোভিয়ালের কাছে৷ এছাড়া তুরস্কের দালামান বিমানবন্দরের ৬০% এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জেএফকে বিমান বন্দরের ৪৯%-এর মালিকানা এখন তাদের৷