‘সব যুদ্ধাপরাধীর ফাঁসি চাই’
৮ ফেব্রুয়ারি ২০১৩বিকেল ৩টায় ছিল মহাসমাবেশ৷ কিন্তু সকাল থেকেই সব শ্রেণি, পেশা আর বয়সের মানুষ আসতে থাকেন শাহবাগে৷ ৩টার মধ্যেই শাগবাগ জনমুদ্রে পরিণত হয়৷ চার দিকের সড়ক বিস্তৃত হয় বহুদূর র্পযন্ত৷ রূপসী বাংলা হোটেল, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, টিএসসি এবং এলিফেন্ট রোড পর্যন্ত লোকে লোকারণ্য হয়৷
সমাবেশে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, ছাত্র, শিক্ষক, তরুণ, শিশু সবাই অংশ নেন৷ তাঁরা আওয়াজ তোলেন যুদ্ধাপরাধীদের ফাঁসি ছাড়া ঘরে ফিরবেন না৷ এক্ষেত্রে প্রয়োজনে ট্রাইবুনালের আইনও সংশোধন করতে হবে৷
বক্তারা এই আন্দোলনকে অভিহিত করেন নবজাগরণ হিসেবে৷ তাঁরা বলেন, এটি হলো তরুণ প্রজন্মের আরেক মুক্তিযুদ্ধ৷
সমাবেশে এই আন্দোলনের সূচনাকারীদের পক্ষে ঘোষণা পাঠ করেন ব্লগার ইমরান আহমেদ৷ যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়৷
আহবান জানানো হয় জামায়াতের সব ধরণের প্রতিষ্ঠান বর্জনেরও৷ আর তারুণ্যের এই জমায়েত দাবি পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার ঘোষণে দেয়া হয়েছে৷