লাফিয়ে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় ১৫ জন
১৭ এপ্রিল ২০২০গত কয়েক দিন ধরে প্রতিদিনই মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে৷ দেশে এখন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৭৫ জন৷
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান৷
আগের ২৪ ঘণ্টায় মোট ২,১৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান মন্ত্রী৷ এর মধ্যে ২৬৬ জনের মধ্যে নভেল করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে৷ এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৩৮ জনে৷
নতুন করে নয় জন সুস্থ হয়ে উঠায় মোট সুস্থের সংখ্যা ৫৮ জন৷
সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা (৪৬%) ও নারায়ণগঞ্জে (২০%)৷ এছাড়া নতুন করে গাজীপুরে অনেক মানুষ আক্রান্ত হয়েছেন৷ রাজধানী ঢাকার মধ্যে মিরপুরে রোগীর সংখ্যা সবচেয়ে বেশি৷
বাংলাদেশে ৪০টির বেশি জেলায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে৷ জেলা পর্যায়ে শনাক্ত ব্যক্তিদের অধিকাংশ ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে গেছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জনগণকে ‘কঠোরভাবে লকডাউনের নীতি অনুসরণ’ করে বাড়িতে অবস্থান করার অনুরোধ করেছেন৷
তিনি বলেন, “আমরা যদি কষ্ট করে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ঘরে থাকি তবে করোনা ভাইরাস আর বেশি ছড়াতে পারবে না৷ করোনার বিরুদ্ধে আমাদের জয় হবে বলে আশা করি৷”
তিনি প্রশাসনকে মানুষকে ঘরে রাখতে ব্যবস্থা গ্রহণ করতে বলেন৷ একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে ভয় বা আতঙ্কিত না হয়ে বেশি বেশি পরীক্ষা করার অনুরোধও করেছেন৷
আইইডিসিআর-র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিফিংয়ে যোগ দেন৷ তিনি বলেন, করোনা ভাইরাস আক্রান্তদের বেশিরভাগের বয়স ২১ থেকে ৫০ বছরের মধ্যে৷ তাদের মধ্যে পুরুষ ৬৮ শতাংশ এবং নারী ৬২ শতাংশ৷ আক্রান্তদের মধ্যে ৬৮ শতাংশ বাড়িতে বসে এবং ৩২ শতাংশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন৷
হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের অনেকে বাড়িতে থেকেই চিকিৎসা করাতে পারতেন জানিয়ে অধ্যাপক মীরজাদী আরো বলেন, “মৃদু উপসর্গ হলে হাসপাতালে ভিড় না বাড়িয়ে আমি আপনাদের বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ার অনুরোধ করছি৷ যাতে গুরুত্ব অসুস্থ অন্য কেউ চিকিৎসার সুযোগ পান৷”
বাড়িতে বসে চিকিৎসার বিষয়ে জানতে স্বাস্থ্য বাতায়নের সঙ্গে ফোনে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছেন তিনি৷
এসএনএল/এডিকে