লাহোরে ইমরান-বিরোধী বিশাল বিক্ষোভ
১৪ ডিসেম্বর ২০২০ইমরান খানের বিরুদ্ধে আন্দোলন আরো তীব্র করল পাকিস্তানের ১১টি বিরোধী দলের জোট। রোববার লাহোরে হাজার হাজার মানুষ করোনার কড়াকড়ি না মেনে মিছিল করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন। এই জোটে নওয়াজ শরিফ এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দলও আছে। বিরোধী দলগুলি জানুয়ারিতে ইসলামাবাদ অভিযান করতে চায়। তার আগে তারা লাহোরে বিক্ষোভ দেখাল।
জোটের নাম হলো পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট। জিনিসপত্রের মাত্রাছাড়া দাম, অর্থনীতি ভেঙে পড়া, মানুষের নাগরিক অধিকারে আঘাত, মিডিয়া সেন্সরশিপের কারণ দেখিয়ে ইমরান খানের বিরুদ্ধে এই আন্দোলনে নেমেছে ঐক্যবদ্ধ বিরোধীরা।
বিরোধী দলগুলির দাবি, রোববার লাহোরের বিক্ষোভে যে ভিড় হয়েছিল, তার থেকেই বোঝা যাচ্ছে, মানুষ ইমরান খানের বিরুদ্ধে। তাঁর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। ইমরানের দল অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, কোনো চাপের কাছে প্রধানমন্ত্রী নতিস্বীকার করবেন না।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এখন যুক্তরাজ্যে আছেন। ২০১৯ এর নভেম্বরে তিনি চিকিৎসার জন্য সেখানে গেছেন। তবে তাঁর মেয়ে মরিয়ম নওয়াজ পাকিস্তানে আছেন। এর আগে বিরোধী দলগুলির বৈঠকে মরিয়ম নওয়াজ এবং বেনজিরের ছেলে বিলওয়াল ভুট্টো জারদারি উপস্থিত ছিলেন। লাহোরের বিক্ষোভেও তাঁরা ছিলেন।
বিরোধী দলগুলি এখন আগামী জানুয়ারিতে ইসলামাবাদে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে।
জিএইচ/এসজি(রয়টার্স, এপি, আল জাজিরা)