1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা

২৭ সেপ্টেম্বর ২০১২

চলতি বুন্ডেসলিগার শুরুটা দারুণভাবে করেছে বায়ার্ন মিউনিখ৷ তবে ক্লাবের প্রধান কর্মকর্তা কার্ল হাইঞ্জ রুমেনিগে বললেন, গত বছরের মতো ভুল এবার তাঁরা করতে চান না৷ খেলোয়াড়দেরও খুব বেশি উচ্ছ্বসিত না হতে বললেন তিনি৷

https://p.dw.com/p/16GOb
ছবি: picture-alliance/dpa

বুন্ডেসলিগার প্রথম পাঁচটি ম্যাচের সবগুলোতেই জিতেছে বায়ার্ন৷ এর ফলে তারা এখন সবার আগে রয়েছে পয়েন্ট টেবিলে৷ তাদের পরেই দুই পয়েন্ট কমে রয়েছে ভের্ডার ব্রেমেন৷ অন্যদিকে টানা দুইবারের চ্যাম্পিয়ন বোরুসিয়া ডর্টমুন্ড রয়েছে সাত পয়েন্ট পেছনে৷

পরিস্থিতিটা যেন ঠিক গতবারের মতই৷ গত বছরের আসরেও শুরুতেও ছয় ম্যাচ শেষে দেখা যায় ডর্টমুন্ড পিছিয়ে রয়েছে আট পয়েন্ট পেছনে৷ তার পর থেকেই ঘুরে দাঁড়ায় ইয়ুর্গেন ক্লপের ছেলেরা৷ একের পর এক ম্যাচ জিততে থাকে তারা৷ শেষ পর্যন্ত তারা বুন্ডেসলিগার টাইটেল ধরে রাখতে সক্ষম হয়৷

5. Spieltag Borussia Dortmund - Eintracht Frankfurt
ইয়ুর্গেন ক্লপের ছেলেরা এবারও একই খেল দেখাতে পারেছবি: Getty Images

অন্যদিকে বায়ার্ন বুন্ডেসলিগা শেষ করে টাইটেল না জিতেই৷ তার ওপর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও চেলসির কাছে হারে তারা৷ সেই হতাশা এবার কাটিয়ে উঠতে বদ্ধপরিকর বায়ার্ন মিউনিখ৷

তাই ক্লাবের প্রধান কর্মকর্তা রুমেনিগে বললেন, ‘‘বুন্ডেসলিগায় এগিয়ে থাকলেও আমাদের পা মাটিতেই থাকবে৷ বেশি খুশি হওয়ার কোনো কারণ এখনও নেই৷ আমাদের লক্ষ্য বুন্ডেসলিগার টাইটেল৷ সামনে আরও ২৯টি ম্যাচ বাকি৷ তার মানে আরও অনেক পথ পাড়ি দিতে হবে এবং গতবারের মতো ভুল করলে চলবে না৷''

আরআই/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য