লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ষাটের বেশি অভিবাসী
১৭ ডিসেম্বর ২০২৩লিবিয়ার উপকূলের কাছে ভূমধ্যসাগরে তীব্র স্রোতে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে৷ এতে প্রায় ৬১জন অভিবাসী পানিতে তলিয়ে গেছেন বলে শনিবার জানিয়েছে আইওএম৷
অভিবাসীদের বেশিরভাগ নাইজেরিয়া, গাম্বিয়া ও আফ্রিকার অন্যান্য দেশের বলে জানা গেছে৷ তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লিবিয়ার পশ্চিম উপকূলের জুয়ারা থেকে ৮৬ জনকে নিয়ে নৌকাটি যাত্রা করে৷
আইওএম জানিয়েছে, উদ্ধারকৃতদের তারা প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে৷ তাদের সবাই সুস্থ আছেন৷
আড়াই হাজার অভিবাসীর মৃত্যু
সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া পোস্টে আইওএম লিখেছে, ‘‘সেন্ট্রাল ভূমধ্যসাগর এখনও বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসী রুট৷'' চলতি বছর এই পথে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে৷ এর মধ্যে কয়েকশত অভিবাসী নিয়ে জুনে লিবিয়া থেকে যাত্রা করা একটি মাছ ধরার নৌকা গ্রিসের কাছে ডুবে যায়৷ আইওএম-এর প্রতিবেদন অনুযায়ী এতে ৭৮ জনের নিশ্চিত মৃত্যুর পাশাপাশি ৫১৮ জনের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি৷
আইওএম এর মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো জানিয়েছেন, চলতি বছর সেন্ট্রাল ভূমধ্যসাগর অভিবাসন রুটে দুই হাজার ২৫০ জন প্রাণ হারিয়েছেন৷ তিনি বলেন, ‘‘এই সংখ্যাগুলো আমাদের দেখায় সমুদ্রে জীবন বাঁচাতে দুর্ভাগ্যবশত এখনও যথেষ্ট পদক্ষেপ নেয়া হয়নি৷''
উল্লেখ্য, যুদ্ধবিধ্বস্ত লিবিয়া থেকে উত্তর আফ্রিকাসহ এশিয়ার বিভিন্ন দেশের মানুষ উন্নত জীবনের আশায় ইটালি হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন৷ মানবপাচারকারীদের সহায়তায় গভীর সমুদ্রে চলাচলের অনুপযোগী নৌকায় করে তারা ভূমধ্যসাগরে যাত্রা করেন৷
এফএস/এআই (এএফপি, রয়টার্স, ডিপিএ)