1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ায় আটকে পড়েছেন অনেক বাংলাদেশি: আসিফ মুনির

২৪ মার্চ ২০১১

যুদ্ধের মধ্যে লিবিয়ায় এখনো ৩০ হাজার বাংলাদেশি আটকা আছেন৷ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রতিদিনই তাদের উদ্ধারে আকুতির ফোন পাচ্ছেন৷ কিন্তু লিবিয়ার অভ্যন্তরে তাদের সহায়তার কোন সুযোগ নেই৷

https://p.dw.com/p/10h7q
তিউনিসিয়া সীমান্তে বাংলাদেশি শ্রমিকছবি: dapd

এ তথ্য ডয়চে ভেলেকে জানিয়েছেন আইওএম বাংলাদেশের মুখপাত্র আসিফ মুনির৷ তিনি জানান, সীমান্ত এলাকায় এখনো কয়েক হাজার বাংলাদেশি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন৷

আসিফ মুনির জানান, এপর্যন্ত ৩০ হাজার বাংলাদেশি লিবিয়া থেকে ফেরত এসেছেন৷ এদের মধ্যে ২৬ হাজার ফিরে এসেছেন আইওএম-এর সহায়তায়৷ বাকিরা নিজ উদ্যোগে অথবা তাদের নিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে ফিরেছেন৷

তিনি আরও জানান, এই মুহূর্তে তাদের জানা মতে মিশর সীমান্তে কোন বাংলাদেশি নেই৷ তবে টিউনিশিয়া সীমান্ত এবং আলজেরিয়ায় কয়েক হাজার বাংলাদেশি রয়েছেন৷ লিবিয়ার পরিস্থিতির কারণে প্রতিদিনই তাদের সংখ্যা বাড়ছে৷

আইওএম মুখপাত্র জানান, তাদের হিসেব মতে লিবিয়ায় এখনো কমবেশি ৩০ হাজার বাংলাদেশি রয়েছেন৷ প্রতিদিনই তাদের ফোন আসছে আইওএম দফতরে৷ তারা তাদের উদ্ধারের আবেদন জানাচ্ছেন৷ কিন্তু যুদ্ধের কারণে লিবিয়ার ভিতরে তাদের কোন সহায়তা করতে পারছেনা আইওএম৷ তারা সীমান্ত পর্যন্ত চলে আসতে পারলে দেশে ফেরার ব্যবস্থা করা হবে৷

আসিফ মুনির জানান, উপসাগরীয় যুদ্ধের পর এবারই এত বেশি সংখ্যায় মানুষ একটি দেশ ছেড়ে চলে যাচ্ছেন৷ তাদের হিসেবে এপর্যন্ত তিন লাখ বিদেশি লিবিয়া ছেড়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন