1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিভারপুল সুয়ারেজ’এর ব্যান’এর বিরুদ্ধে আপিল করবে না

৪ জানুয়ারি ২০১২

প্যাট্রিস এভরা’কে ‘নিগ্রো’ বলে গালি দেবার কারণে উরুগুয়ের প্লেয়ার লুইস সুয়ারেজ আটটি ম্যাচ খেলতে পারবে না৷ কিন্তু তাঁর ক্লাব এখনও সুয়ারেজ’কেই সমর্থন করে চলেছে৷

https://p.dw.com/p/13dli
উরুগুয়ের লুইস সুয়ারেজ খেলেন লিভারপুলেছবি: AP

মঙ্গলবারই লিভারপুল যখন ম্যানচেস্টার সিটি'র কাছে ৩-০ গোলে হারে, তখন সুয়ারেজ'এর নিষেধাজ্ঞা শুরু হয়ে গেছে৷ ম্যাচের আগে লিভারপুল ক্লাব এবং সুয়ারেজ'এর তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তা'তে ক্ষমাপ্রার্থনা অথবা দোষস্বীকারের কোনো চিহ্ন নেই৷ অথচ ফেব্রুয়ারির ৬ তারিখে টটেনহ্যাম'এর বিরুদ্ধে খেলার আগে সুয়ারেজ মাঠে ফিরতে পারবে না৷

লিভারপুল'এর ম্যানেজার কেনি ড্যালগলিশ'এর বক্তব্য হল: ‘‘যদি কোনো ভাষা বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করা হয়, তাহলে তারা বলবে, সুয়ারেজ উরুগুয়ের যে এলাকার মানুষ, সেখানে ও'ধরণের কথাবার্তা সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য৷'' ড্যালগলিশ বলছেন, ‘‘আমরা অনেক কিছু বলতে পারতাম, কিন্তু বললেই আরো বিপদে পড়ব৷''

লিভারপুলের প্লেয়াররা সুয়ারেজ'এর সঙ্গে সংহতির প্রতীক হিসেবে উইগান'এর সঙ্গে খেলায় যে টি-শার্ট পরেছিল, ড্যালগলিশ তা'ও সমর্থন করে বলেন, ‘‘তারা যদি তাদের টিম-মেট'কে সমর্থন দেখাতে চায়, তাহলে দোষটা কোথায়? সুয়ারেজ ড্রেসিং রুমে সকলের প্রিয়৷'' আগামীতেও সুয়ারেজ'এর ইংল্যান্ডে খেলায় কোনো অসুবিধে নেই বলে তিনি মনে করেন৷ বলতে কি, সুয়ারেজ'এর নিষেধাজ্ঞা মরশুমের যে কোনো সময়ে কার্যকর করা চলত, কিন্তু ড্যালগলিশ বলছেন, ‘‘এই সময়টাই বা খারাপ কি? ব্যাপারটা শেষ করে দেওয়াই ভালো৷''

ওদিকে মাঠে ম্যানচেস্টার সিটি'র বিরুদ্ধে লিভারপুল দাঁড়াতেই পারেনি৷ প্রথমার্ধেই সের্গিও আগেরো আর ইয়াইয়া টুরে'র দুই গোল, দ্বিতীয়ার্ধে জেমস মিলনার'এর পেনাল্টি৷ সব মিলিয়ে, ইংলিশ লীগ ফুটবলের ইতিহাসে জাতিবাদের একটি নিকৃষ্টতম উদাহরণ যেন গতানুগতিকতার তাগিদে ঢাকা পড়তে বসেছে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য