1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লোকপাল বিল নিয়ে সংসদীয় কমিটির সঙ্গে আন্নার বৈঠক

১০ আগস্ট ২০১১

দুর্নীতি বিরোধী লোকপাল বিল নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে আজ বৈঠক করেন আন্না হাজারের নেতৃত্বাধীন নাগরিক সমাজের প্রতিনিধিরা৷ তাঁদের মতে, বিলে প্রয়োজনীয় সংশোধন করা না হলে বর্তমান আকারে এই বিল অর্থহীন৷

https://p.dw.com/p/12E5E
Social activist Anna Hazare speaks to the media after meeting the Indian President A.P.J. Abdul Kalam, at the Presidential Palace in New Delhi, India, Wednesday, July 26, 2006. Hazare has said that he may begin a fast unto death if the cabinet's changes, that weaken the Right to Information Act, are not withdrawn, according to a news report. (AP Photo/Gurinder Osan)
সমাজসেবী আন্না হাজারেছবি: AP

সরকারের আমন্ত্রণে আজ নতুনদিল্লিতে লোকপাল বিল নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন সমাজসেবী আন্না হাজারে ও নাগরিক সমাজের অন্যান্য প্রতিনিধিরা৷ বিলের বিভিন্ন ধারা সম্পর্কে নাগরিক সমাজের আপত্তির কথা ফের তুলে ধরা হয়৷

প্রথম আপত্তি, প্রধানমন্ত্রী, উচ্চ আদালতের বিচারপতি ও সাংসদদের বিলের আওতার বাইরে রাখা নিয়ে৷ দুই, লোকপাল সংস্থার সদস্যদের বাছবেন শুধু সরকার নয়, সেই নির্বাচক কমিটিতে থাকবেন বিচারপতি ও অন্যরা৷ তিন, লোকপালের বিরুদ্ধেই যদি দুর্নীতির অভিযোগ ওঠে, তাহলে সুপ্রীম কোর্টে অভিযোগ করার অধিকার শুধু সরকারের থাকবেনা, যে কোন লোক তা করতে পারবে৷

আন্নার বক্তব্য, রাজনীতিক ও আমলাদের দুর্নীতি রোধই বিলের লক্ষ্য৷ কিন্তু সরকার বিলের যে খসড়া বানিয়েছে, তাতে লোকপালকে কার্যত কোনো ক্ষমতা দেয়া হয়নি৷ দেশের লোক বুঝতে পেরেছে সরকার দুর্নীতিমুক্ত ভারত চায় না এবং ইচ্ছাও নেই৷ তাই আমজনতার জন্য কিছু করা দরকার৷ সরকার স্রেফ দেখাতে চাইছে দুর্নীতির বিরুদ্ধে তারা লড়াই করছে৷ এই অর্থহীন বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ১৬ই অগাস্ট থেকে তিনি অনশনে বসবেন৷

Indian activist Anna Hazare, 73, gestures during his hunger strike against corruption, besides a portrait of Mahatma Gandhi, in New Delhi, India, Friday, April 8, 2011. Hazare, harnessing the tactics of Gandhi, has galvanized public anger at rampant corruption with a high-profile hunger strike demanding the government adopt immediate reforms. (Foto:Saurabh Das/AP/dapd)
আন্নার বক্তব্য, রাজনীতিক ও আমলাদের দুর্নীতি রোধই বিলের লক্ষ্যছবি: dapd

আন্নার অনশন মঞ্চের জায়গা নিয়ে এখনো পুলিশ দোটানায়৷ আন্নার আগেকার অনশন মঞ্চ যন্তর মন্তরে পুলিশ অনুমতি দেয়নি৷ বিকল্প জায়গার কথা পুলিশ জানাবে বলেছে দু-এক দিনের মধ্যে৷ আন্নার পক্ষে অরবিন্দ কেজরিয়াল চেয়েছেন যন্তরমন্তরের তিন কিলোমিটারের মধ্যে যে-কোন জায়গা৷ পুলিশ যদি তা না দেয় তাহলে আন্না অনশন করবেন জেলে৷

আন্নার অভিযোগ, তাঁর বিরুদ্ধে তথ্য সংগ্রহে সরকার লোক লাগিয়েছে যে তথ্য তাঁর অমলিন ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে৷ কিন্তু সবাই জানে যে, তাঁর না আছে কোন ব্যঙ্ক ব্যালান্স না আছে কোনো বিষয়সম্পত্তি৷ তিনি থাকেন মন্দিরের একটি ছোট্ট ঘরে৷ একটি থালা বাটি গ্লাস আর একটি বিছানা সম্বল৷ বুদ্ধিজীবী মহলের একাংশ মনে করেন, লোকপাল বিল পাশ করালেই দুর্নীতি দূর হবেনা৷ পাশাপাশি দরকার নির্বাচনি সংস্কার ও প্রশাসনিক সংস্কার৷

প্রধানমন্ত্রীকে বিলের আওতায় না রাখা নিয়ে বিজেপির আপত্তি অগ্রাহ্য করে ৪ঠা অগাস্ট সরকার বিলটি পেশ করে সংসদে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান