1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শচীনের কাছ থেকে ‘সংবাদ শিরোনাম’ কেড়ে নিলেন স্ট্রস

২৮ ফেব্রুয়ারি ২০১১

ভারতের মারকুটে ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের কাছ থেকে সংবাদ শিরোনাম কেড়ে নিলেন ইংল্যান্ড দলের এন্ড্রু স্ট্রস৷ রোববার বিশাল রানের রেকর্ড করেন এই খেলোয়াড়৷ খেলাকে গড়িয়ে দেন টাই-এর দিকে৷

https://p.dw.com/p/10QaU
টেন্ডুলকারের সেঞ্চুরি ম্লান হয়ে গেছে স্ট্রসের ইনিংসের কাছেছবি: picture-alliance/empics

প্রচন্ড উত্তেজনাপূর্ণ গত রবিবারের ভারত বনাম ইংল্যান্ড এর টাই হয়ে যাওয়া ম্যাচ -এ মাত্র ১৪৫ বলে ১৮ চার ও একটি ছক্কায় করেন ১৫৮ রান করেন স্ট্রস৷ যদি খেলাটি টাই না হতো, তাহলেও এই খেলার শিরোনামে থাকতেন এই খেলোয়াড়৷ কারণ, কোন ইংলিশ ক্রিকেটার হিসাবে বিশ্বকাপের খেলায় এটাই একক সর্বোচ্চ রান৷

যদিও সব দিক থেকেই বলা চলে নানা রেকর্ডের অধিকারী শচীন টেন্ডুলকারই আছেন এগিয়ে৷ তারপরও যদি ম্যাচ জিততো ভারত, তাহলে এটা নিয়ে আসতো আরেক শিরোনাম৷ কিন্তু সেটাই হতে দিলেন না ইংলিশ খেলোয়াড়রা৷ বিশেষ করে স্ট্রসের অনবদ্য ইনিংস৷

Kricket Weltmeisterschaft Indien 2011
বিশ্বকাপের সফলতম ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারছবি: AP

রবিবার বিশ্বকাপে ব্যাটিং কিংবদন্তী শচীন ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির সুবাদে আরেকটি মাইলফলকে পৌঁছান৷ বিশ্বকাপে তিনি ব্যক্তিগত সর্বাধিক ৫টি সেঞ্চুরি নিয়ে বর্তমানে শীর্ষস্থান দখল করে আছেন৷ চলমান আসরসহ শচীন তাঁর খেলা ৬ টি বিশ্বকাপে তিনি এই মর্যাদা অর্জন করলেন৷

সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক রিকি পন্টিং ও সাবেক অসি ওপেনার মার্ক ওয়াহ ৪টি করে সেঞ্চুরি নিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে৷ সৌরভ গাঙ্গুলি ও মার্ক ওয়াহ অবসরে যাওয়াতে শুধু অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক রিকি পন্টিং পারেন এই রেকর্ড ভাঙতে৷

আগেই বলেছি রবিবারের ম্যাচটি ছিল অনেকগুলো রেকর্ডের৷ এর মধ্যে একটি হলো দুই দলের সম্মিলিত রানের যোগফল৷ অর্থাৎ ৬৭৬ রান৷ এর আগে এই রেকর্ড ছিল ২০০৭ সালে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার খেলায়, ৬৭১ রান৷ বিশ্বকাপ ক্রিকেটের আসরে এটা চতুর্থ টাই ম্যাচ৷ আর এবারের আসরে এটাই প্রথম৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম