শরণার্থী ও বস্তিবাসীরা যেমন আছেন
শরণার্থী শিবির আর বস্তি এলাকায় সামাজিক দূরত্ব ও পরিচ্ছন্নতা বজায় রাখা কঠিন৷ তারপরও যতটা সম্ভব সেখানকার বাসিন্দাদের রক্ষায় কাজ করছে বিভিন্ন দেশের সরকার ও সংস্থা৷
ইয়েমেন
হুতিদের বিরুদ্ধে সৌদি জোটের সংঘাতের কারণে ইয়েমেনের প্রায় ৩৬ লাখ মানুষকে বাড়িঘর ছেড়ে দেশের ভেতরে অন্য জায়গায় আশ্রয় নিতে হয়েছে৷ বেশিরভাগকেই এখন অল্প জায়গায় গাদাগাদি করে থাকতে হচ্ছে৷ এই অবস্থায়ও করোনার হাত থেকে কীভাবে বাঁচা যায় তা শেখাচ্ছেন ইউনিসেফের স্বেচ্ছাসেবীরা৷
সিরিয়া
সিরিয়া-তুরস্ক সীমান্তের কাছে অবস্থিত আক্রাবত শরণার্থী শিবির৷ সেখানকার বাসিন্দাদের করোনার ঝুঁকি সম্পর্কে জানাতে জাতিসংঘের কর্মীরা নিয়মিত শিবিরে যাচ্ছেন৷ হাতে তৈরি পুতুলের সহায়তায় করোনার বিপদ সম্পর্কে শরণার্থীদের সতর্ক করা হচ্ছে৷
ফিলিপাইন্স
২০১৩ সালের টাইফুন হাইয়ানের কারণে এখনও অনেককে তাকলোবান শহরের শিবিরে বাস করতে হচ্ছে৷ সেখানকার পাবলিক টয়লেটগুলো থেকে করোনা ছড়াচ্ছে৷
জাম্বিয়া
গত দুই বছর ধরে খরার কারণে জাম্বিয়ার গেম্বে উপত্যকা এলাকায় বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে৷ করোনার এই সময়ে নিয়মিত হাত ধোয়া জরুরি৷ তাই ইউনিসেফ ঐ এলাকায় পানির ব্যবস্থা করছে৷
কেনিয়া
বিভিন্ন স্থানে পানির স্টেশন বসিয়েছে কেনিয়া৷ ছবিতে নাইরোবির এক শিশুকে হাতে ধুতে দেখা যাচ্ছে৷ তার আগে সে ভালোভাবে হাত ধোয়ার নির্দেশনা দেখে নিচ্ছে৷
জর্ডান
১৩ বছরের কাফা পানি সংগ্রহ করে ফিরছে৷ দেশটির সবচেয়ে বড় শরণার্থী শিবিরের নারীরা এখন বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে সাবান তৈরি করে বিতরণ করছে৷
ভারত
সে দেশে ঘরেই মাস্ক তৈরির পরামর্শ দেয়া হচ্ছে৷ ফলে গ্রামাঞ্চলের নারীদের আয়ের একটি পথও খুলেছে৷ ছবিতে গুঞ্জ এনজিও-র এক নারীকে মাস্ক তৈরি করতে দেখা যাচ্ছে৷
বাংলাদেশ
রোমান হোসেন ঢাকার রাস্তায় জীবাণুনাশক বিতরণ করছেন৷ সেই সঙ্গে তিনি সবাইকে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করেন৷ শারীরিকভাবে অক্ষমদের নিয়ে গঠিত বিভিন্ন গোষ্ঠীর স্বেচ্ছাসেবকেরা ঢাকার অনেক স্থানে জীবাণুনাশক বিতরণ করছেন৷
গুয়েতেমালা
গত বছরের খরার কারণে হিউহিউতেনানগো এলাকায় খাবার সংকট তৈরি হয়েছে৷ তার উপর করোনা এসে পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে৷ আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দাদের প্রতিদিন খাবারের পাশাপাশি হাইজিন রক্ষার বিভিন্ন উপকরণ দেয়া হচ্ছে৷ এছাড়া সচেতনতামূলক বার্তা সম্বলিত নির্দেশনাও পাচ্ছেন তারা৷