1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শরণার্থী থেকে বুন্ডেসলিগার সবচেয়ে দামি খেলোয়াড়

২৩ জুন ২০১১

ধন্যবাদ দেয়া যেতে পারে সার্বিয়ার নির্যাতনকারী সরকারকে! কেননা তাদের জন্যই ফাতমির বাজরামাজ’এর পরিবারকে কসোভো থেকে পালিয়ে আসতে হয়েছিল জার্মানিতে৷ সেটা ১৯৯৩ সালের কথা৷ তখন বাজরামাজের বয়স মাত্র পাঁচ৷

https://p.dw.com/p/11i9E
বুন্ডেসলিগার সবচেয়ে দামী প্রমীলা ফুটবলার ফাতমির বাজরামাজছবি: AP

সঙ্গে শুধু কিছু কাপড় নিতে পেরেছিলেন বাজমারাজরা৷ তাই জার্মানিতে শুরুর দিকে বেশ খারাপ সময় কাটাতে হয়েছে তাদের৷ এসবের মধ্যেই প্রথমে বাবার অগোচরে, পরে বাবার সমর্থন নিয়ে ফুটবল খেলতে থাকেন বাজমারাজ৷ পরে ধীরে ধীরে হয়ে ওঠেন বুন্দেসলিগার সবচেয়ে দামী খেলোয়াড়৷

শুরুটা দশ বছর বয়সে গিজেনকিরশেন এর যুবদলের হয়ে৷ আর মাস দুয়েক আগে ঘোষণা এলো, বাজরামাজ আগামী মৌসুম খেলবেন ফ্রাঙ্কফুর্টের হয়ে৷ এজন্য ফ্রাঙ্কুফুর্ট যে অর্থ দেবে তাতেই তিনি হয়ে যাচ্ছেন লিগের সবচেয়ে দামি খেলোয়াড়৷

এর আগে ২০০৭ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেন বাজরামাজ৷ সেবার ফাইনাল ম্যাচে খেলার ৫৯ মিনিটের মাথায় আরেকজনের পরিবর্তে নেমে এক গোল করেন তিনি৷ ফলে ২-০ গোলে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি৷

এছাড়া ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে এবং ২০০৬ সালে অনুর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে ২৩ বছর বয়সী এই খেলোয়াড়ের৷

২০০৯ সালে তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ বেরিয়েছে৷ জার্মান ভাষায় প্রকাশিত এই বইয়ের নাম বাংলায় অনুবাদ করলে এরকম হবে ‘আমার জীবনের লক্ষ্য: শরণার্থী থেকে বিশ্ব চ্যাম্পিয়ন'৷

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচগুলোতে ভাল খেলায় ধরে নেয়া যায় তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথেই এগোচ্ছেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য