শরতে সুন্দর যে মেঠো পথ
শরতে গাছের পাতার বদলে যাওয়া রং দেখতে অনেক জার্মানই বনে-বাদাড়ে ছোটেন৷ ব়্যুগেন দ্বীপ থেকে মোসেল উপত্যকার আঙ্গুর খেত অবধি বিস্তৃত নানা হাইকিং রুটে তখন ভীড় বেড়ে যায়৷ চলুন আমরাও সেই মেঠো পথ ঘুরে আসি৷
ব়্যুগেনের শুভ্র ক্লিফ, ম্যাকলেনবুর্গ-ওয়েস্টার্ন পমেরেনিয়া
ব়্যুগেনের ইয়াসমুন্ড ন্যাশনাল পার্কে হাইকিংয়ের জন্য উপকূল ধরে বিভিন্ন রুট পাওয়া যাবে৷ শুভ্র ক্লিফের উপর দিয়ে হাঁটার সময় বাল্টিক সাগরের অপার সৌন্দর্য উপভোগের সুযোগ পাবেন হাইকাররা৷
নয়েস্ট্যাডটার ম্যোর কনসারভেশন এরিয়া, লোয়ার সাক্সেনি
লোয়ার সাক্সেনির ম্যোর ল্যান্ডস্কেপে অনেক বিস্তৃত খোলা জায়গা চোখে পড়বে৷ সেখানকার রূপ উপভোগ করতে হাইকিং এক চমৎকার উপায়৷
টিগেলার ফ্লিস, বার্লিন-ব্রান্ডেনব্যুর্গ
হ্যাঁ, আপনি একটি শহরের মাঝখানেও প্রকৃতি উপভোগ করতে পারেন৷ বার্লিনের উত্তরে ল্যুবারস জেলা এবং লেক টিগেলের মাঝখান থেকে বয়ে গেছে টিগেলার ফ্লিস খাল৷ এর পাড় ধরে হাইকিং করেন অনেকে৷
শার্মসটাইনে রক ফরমেশন, সাক্সেনি
শার্মসটাইনে নামের পাথরের এই প্রাকৃতিক স্থাপনা হাইকারদের বেশ প্রিয়৷ যদিও পাথুড়ে পথ ধরে হাঁটাটা অনেকের কাছে একটু কঠিন, তবে সেখানে কাঠের সিঁড়ির পাশাপাশি ক্লাইম্বিং সহজ করতে নানাকিছু রয়েছে৷ ফলে একটু পরিশ্রম হলেও প্রকৃতি তা পুষিয়ে দেবে৷
ল্যুথার ট্রেইল, থ্যুরিঙ্গিয়া
থ্যুরিঙ্গিয়া জঙ্গলের পাহাড়ের উপর ভ্যার্টবুর্গ ক্যাসেল টাওয়ার পর্যটকদের কাছে বেশ প্রিয়৷ ইউনিস্কো বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভূক্ত এই জায়গায় বেশ কয়েকটি হাইকিং রুট রয়েছে৷
নিদারসফেল্ডার হোকহাইডে হিথ, নর্থরাইন ওয়েস্টফেলিয়া
গ্রীষ্মের শেষের দিকে বেগুনি কার্পেটে পরিনত হয় নর্থরাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের হোকসাওয়ারল্যান্ড অঞ্চলের বিস্তৃর্ন খোলা এলাকা৷ সেখানে হাইকিংয়ের রুটগুলো আলাদা আলাদাভাবে চিহ্নিত করা আছে৷
ম্যোসেলস্টাইগ ট্রেইল, রাইনল্যান্ড পালাটিনেট
আঙ্গুরক্ষেতের মাঝ দিয়ে হাইকিংয়ের আদর্শ রুট পাওয়া যাবে জার্মানির রাইনল্যান্ড পালাটিনেট অঞ্চলে৷ ম্যোসল নদীর তীর ধরে হাঁটতে যেকারো ভালো লাগবে৷