1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শলৎসের নেতৃত্বে নতুন সরকারের শপথ নেয়ার দিন

৮ ডিসেম্বর ২০২১

আনুষ্ঠানিকভাবে ম্যার্কেল জমানার অবসান হচ্ছে আজ৷ জার্মানির নতুন চ্যান্সেলর হিসাবে শপথ নিতে যাচ্ছেন ওলাফ শলৎস৷ এরপর শপথ নেবে নতুন মন্ত্রিসভা৷

https://p.dw.com/p/43z0E
Deutschland | Bundestag - Kanzlerwahl Scholz
ছবি: Fabrizio Bensch/REUTERS

জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষে গোপন ব্যালটের ভোটে শলৎসের চ্যান্সেলর হওয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়৷ বুন্দেসটাগ প্রেসিডেন্ট ব্যার্বেল বাস এই ভোটের সূচনা করেন। তবে এই ভোটকে সাধারণত আনুষ্ঠানিকতা হিসাবেই দেখা হয়।

সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনে শলৎসের মধ্যবামপন্থি এসপিডি সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসে এবং দুই মাসের দীর্ঘ আলোচনার পর পরিবেশবাদী গ্রিনস এবং নব্যউদারপন্থি এফডিপি-র সঙ্গে জোট গঠনের চুক্তি করে৷

(আপডেট আসছে...)