শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে চায় বিএনপি
১৮ মে ২০১২বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিবসহ ১৮ দলের ৪৩ জন নেতা এখন কারাগারে৷ তাদের মধ্য বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য রয়েছেন ছয় জন৷ আর শরিক ৪টি দলের প্রধানও রয়েছেন৷ বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. মইন খান বলেছেন, এই ঘটনা নজিরবিহীন৷ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এটি কিভাবে সম্ভব?
তিনি জানান, তারা সরকারের সঙ্গে সংঘাতে না গিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন৷ দেশের মানুষের কাছে তাদের বার্তা পৌঁছে দেবেন৷ এজন্যই পূর্ব ঘোষিত প্রতিবাদ ও অনশন কর্মসূচি চলবে৷ আর রবিবার ঢাকায় গণ অনশন কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া৷
এদিকে ঢাকায় এক আলোচনা সভায় বিএনপি'র স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন যে, তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে সরকারকে বাধ্য করতে সফল হবেন৷
জানা গেছে, শীর্ষ নেতারা কারাগারে থাকায় বিএনপি'র রাজপথের আন্দোলন পরিচালনার জন্য নজরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল নোমান, মো. শাহজাহানসহ কয়েকজনকে দায়িত্ব দেয়া হয়েছে৷ আর আইনী লড়াই চালানোর জন্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং অ্যাডভোকেট খন্দকার মহাবুব হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে৷ তারা শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরামর্শক্রমে কাজ করবেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ