রোহিঙ্গাদের রক্ষা করার আহ্বান
২৯ মার্চ ২০১৭মঙ্গলবার এক বিবৃতিতে এসব তথ্য জানায় এআরএসএ৷ মিয়ানমারের বাইরে বসবাসকারী রোহিঙ্গা অ্যাক্টিভিস্টরা বিবৃতিটি শেয়ার করেছেন৷ অবশ্য বার্তা সংস্থা এএফপি বিবৃতির উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারেনি৷ বিবৃতিতে সই করেছেন কমান্ডার-ইন-চিফ আতা উল্লাহ৷ রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকার দেয়ার দাবি জানিয়ে নির্মিত কয়েকটি ভিডিওতে তাঁকে দেখা গেছে৷
বিবৃতিতে এআরএসএ বলেছে, ‘‘আরাকানের রোহিঙ্গাদের রক্ষায় আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি, কারণ, আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের নিজেদের রক্ষার চেষ্টা করার আইনগত অধিকার আছে৷’’ উল্লেখ্য, আরাকান হচ্ছে রাখাইন রাজ্যের আরেক নাম, যেখানে রোহিঙ্গারা বাস করেন৷
তবে তারা কোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত নয় বলে জানিয়েছে৷ আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ নেই বলেও দাবি করেছে এআরএসএ৷ অতীতে ‘ফেইথ মুভমেন্ট’, ‘হারাকা আল-ইয়াকিন’ – এই দুই নামে পরিচিত ছিল জঙ্গি গোষ্ঠীটি৷
মিয়ানমারের নাগরিকত্বসহ রোহিঙ্গাদের অন্যান্য অধিকার আদায়ের লক্ষ্যে তারা কাজ করে বলে জানিয়েছে এআরএসএ৷ বিবৃতির মাধ্যমে সরকারের কাছে ২০ দফা দাবিও উত্থাপন করেছে তারা৷
এদিকে, এআরএসএ গত অক্টোবরে মিয়ানমারের সীমান্ত রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালিয়ে ন’জনকে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে ব্রাসেলসভিত্তিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ’৷
ঐ হামলার পর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী৷ এই সময় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকজনকে হত্যাসহ নারীদের ধর্ষণ ও ঘরবাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ ওঠে৷ মিয়ানমার অবশ্য এ সব অভিযোগ অস্বীকার করেছে৷
নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে কয়েক হাজার রোহিঙ্গা ইতিমধ্যে বাংলাদেশে পালিয়ে গেছে৷
জেডএইচ/এসিবি (এএফপি, এপি)