1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাহরুখ খানের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ

১০ নভেম্বর ২০১১

আইপিএল-এর ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সত্বাধিকারী শাহরুখ খানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ উঠেছে৷ শুরু হয়েছে তদন্ত৷

https://p.dw.com/p/137jk
Kolkata Knight Riders franchise and Bollywood star Shah Rukh Khan along with cricketers Sourav Ganguly and Wasim Akram during Kolkata Knight Riders training camp at CCFC ground in Kolkata Bollywood Star Shah Rukh Khan (Shahrukh Khan) mit den Kolkata Knight Riders und den ehemaligen Cricket-Stars Sourav Ganguly und Wasim Akram während eines Trainingscamps der Kolkata Knight Riders in Kolkata
কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সত্বাধিকারী শাহরুখ খানছবি: UNI

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান সপ্তাহান্তে মুম্বই-এর ‘ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট' দপ্তরে প্রায় সাত ঘন্টা ধরে কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন৷ এই দপ্তরটি ভারতের অর্থ মন্ত্রনালয়ের একটি শাখা৷ তাদের কাছে অভিযোগ এসেছে যে শাহরুখ খান অর্থ পাচারের সঙ্গে জড়িত৷ তবে কোন কর্মকর্তাই এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি৷ এমনকি শাহরুখ খানের মুখপাত্রও কোন ধরণের মন্তব্য করেননি৷

তবে জানা গেছে যে, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় আইপিএল-এর টুর্নামেন্ট চলছিল৷ সেই সময়ে অর্থ পাচার করা হয়েছে এমন অভিযোগ উঠেছে৷ কলকাতা নাইট রাইডার্স ক্লাবের বেশিরভাগ শেয়ারই শাহরুখ খানের দখলে৷ এই দলের বাইরে মরিশাসের একটি ক্লাবেও শাহরুখ খানের শেয়ার রয়েছে৷ সে বিষয়েও প্রশ্ন করেন কর্মকর্তারা৷

অর্থ পাচার, আইন ভঙ্গ, শুল্ক ফাঁকি এবং দুর্নীতির অভিযোগ আসে মুম্বই-এর ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্টের কাছে৷ এ ব্যাপারে তদন্ত শুরু করেছেন তারা৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য