শিক্ষাঙ্গনে ছাত্রীদের ওপর যৌন হয়রানি
১৭ আগস্ট ২০১১এর জন্য কে দায়ী? আর কীভাবে এর প্রতিকার করা যায়? এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন ডঃ তসলিমা মনসুরের কাছে জানতে চাওয়া হয়েছিল, একজন শিক্ষিকা হিসেবে তিনি বিষয়টি কীভাবে দেখছেন? তিনি জানান, ‘‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা এবং আইন অনুষদের ডীন হিসেবে মনে করি যে, এই ঘটনাগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়৷ এগুলো সবসময়ই ছিল, হয়তো গোপন ছিল, কেউ এ সম্পর্কে কথা বলতো না বা কেউ জানতো না৷ ছাত্রীরা কখনো এগুলো বলতো না৷ কারণ, তারা ক্যারিয়ার বা পরীক্ষার ফলাফলের ওপর তার প্রভাব পড়তে পারে এই ভয় পেতো৷ প্রচার মাধ্যমের কারণে ইদানিং আমরা এগুলো জানতে পারছি৷ তবে আমি বলবো এগুলো সবসময়ই ছিল৷ আমি মনে করি, এর ফলে আমাদের সংস্কৃতির ওপর নেতিবাচক একটি প্রভাব পড়েছে৷ এর জন্য শুধু শিক্ষকরাই দায়ী, ছাত্রীরা কোনোভাবেই দায়ী নয় - সেটা আমি মনে করি না৷ এখনই সময় হয়েছে এই সমস্যা নিয়ে কথা বলার, এর প্রতিকার করার৷ এখনো যদি আমরা চুপ-চাপ থাকি তাহলে সমস্যাটি থেকেই যাবে৷ এমকি ভবিষ্যতে হয়তো আরো বড় আকার ধারণ করবে৷''
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: দেবারতি গুহ