1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিবিরের প্রার্থীর সমর্থনে ম্যার্কেল

৮ সেপ্টেম্বর ২০২১

জার্মানির আসন্ন নির্বাচনের আগে নিজের রাজনৈতিক শিবিরের দৈন্যদশা দূর করতে বিদায়ী চ্যান্সেলর ম্যার্কেল সরাসরি ভোটারদের উদ্দেশ্যে সমর্থনের আবেদন করলেন৷ জনমত সমীক্ষায় প্রতিদ্বন্দ্বী এসপিডি এগিয়ে চলেছে৷

https://p.dw.com/p/403Z5
Angela Merkel auf der IAA in München
ছবি: Tobias Schwarz/AFP/Getty Images

জার্মানির বিদায়ী চ্যান্সেলর হিসেবে আঙ্গেলা ম্যার্কেল এতকাল নিজেকে নির্বাচনি প্রচার থেকে যতটা সম্ভব দূরে রেখেছিলেন৷ এমনকি তার উদাসিনতার কারণে নিজের দলের প্রতি আন্তরিকতা ও রাজনৈতিক শিবিরের চ্যান্সেলর পদপ্রার্থী আরমিন লাশেটের প্রতি তার সমর্থন নিয়েও প্রশ্ন উঠছিল৷ কিন্তু জনমত সমীক্ষায় রক্ষণশীল শিবির তথা লাশেটের ভাবমূর্তির ধারাবাহিক পতনের মুখে সেই ম্যার্কেলকেই শেষ প্রহরে আবার সক্রিয় রাজনীতির আঙিনায় নামতে হলো৷

ম্যার্কেল মঙ্গলবার সরাসরি ভোটারদের উদ্দেশ্যে সিডিইউ ও সিএসইউ দলের প্রতি সমর্থনের আবেদন জানিয়েছেন৷ নির্বাচনের আগে সংসদের নিম্ন কক্ষ বুন্ডেসটাগের শেষ অধিবেশনে তিনি বলেন, কয়েকদিন পর জার্মান নাগরিকদের সামনে দুটি বিকল্প বেছে নেবার সুযোগ আসছে৷ একদিকে বামপন্থি দলের সমর্থন অথবা সরাসরি অংশগ্রহণের ভিত্তিতে এসপিডি ও সবুজ দলের সরকার গঠিত হতে পারে৷ অন্যদিকে আরমিন লাশেটের পৌরহিত্যে ইউনিয়ন শিবিরের নেতৃত্বে এক জোট সরকার ক্ষমতায় আসতে পারে৷ ম্যার্কেলের মতে, সিডিইউ ও সিএসইউ দল ভবিষ্যতেও দেশকে মধ্যপন্থার ভিত্তিতে নেতৃত্ব দিতে পারে৷ লাশেট চ্যান্সেলর হলে তবেই স্থিতিশীলতা, নির্ভরযোগ্যতা এবং বিভিন্ন অবস্থানের মধ্যে ভারসাম্য সম্ভব হবে৷ ম্যার্কেল মনে করিয়ে দেন, ১৯৪৯ সালের পর জার্মানিতে এই প্রথম কোনো নির্বাচনে বিদায়ী সরকার প্রধান অংশ নিচ্ছেন না৷ সেইসঙ্গে কঠিন সময়ে দেশের দিক নির্ণয় সম্পর্কে সিদ্ধান্তের কারণেও এই নির্বাচনের বিশেষ গুরুত্ব রয়েছে৷

সর্বশেষ জনমত সমীক্ষায় ম্যার্কেলের ইউনিয়ন শিবিরের প্রতি সমর্থন একেবারে তলানিতে ঠেকেছে৷ সামাজিক গণতন্ত্রী এসপিডি দল ২৫ শতাংশ সমর্থন পেয়ে শীর্ষে রয়েছে৷ অন্যদিকে ইউনিয়ন শিবির মাত্র ১৯ শতাংশ পেয়ে ব্যর্থতার রেকর্ড ভেঙেছে৷ অথচ ২০১৭ সালে ম্যার্কেলের নেতৃত্বে নির্বাচনে এই শিবির ৩৩ শতাংশ ভোট পেয়েছিল৷ ২৬শে সেপ্টেম্বর নির্বাচনের দিন পর্যন্ত এমন প্রবণতা বজায় থাকলে দীর্ঘ ১৬ বছর পর সিডিইউ ও সিএসইউ দলকে সংসদে বিরোধী আসনে বসতে হতে পারে৷

এসপিডি দলের জনপ্রিয় চ্যান্সেলর পদপ্রার্থী ওলাফ শলৎস যাবতীয় আক্রমণ সত্ত্বেও অবিচল রয়েছেন৷ মঙ্গলবার রাতে টেলিভিশনে এক টাউন হল অনুষ্ঠানে সরাসরি নাগরিকদের প্রশ্নের উত্তর দেবার সময়েও তিনি বামপন্থি দল ডি লিংকে সম্পর্কে তার কড়া মনোভাবের পুনরাবৃত্তি করেন৷ সামরিক জোট ন্যাটো ও জার্মানির বাজেট সম্পর্কে মনোভাবের কারণে সেই দলকে তিনি সরকারে যোগদানের অযোগ্য হিসেবে বর্ণনা করেন৷ শলৎস বলেন, তার দল কোন শরিকের সঙ্গে জোট সরকার গঠন করবে, সেই সিদ্ধান্তও ভোটারদের হাতেই রয়েছে৷ এসপিডি যত শক্তিশালী হবে, ভালো সরকার গঠনের সম্ভাবনাও তত উজ্জ্বল হবে৷

এসবি/কেএম (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য