শিশু ধর্ষণ আইন কঠোর করল ফ্রান্স
৩ আগস্ট ২০১৮যৌন সহিংসতার বিরুদ্ধে নতুন একটি কঠোর আইন পাস করেছে ফ্রান্সের পার্লামেন্ট, যাকে ইউরোপীয় দেশটিতে ব্যাপক সামাজিক পরিবর্তেনর ইঙ্গিত হিসেবে অভিহিত করছে দেশটির সরকার৷
আগামী সেপ্টেম্বরে নতুন এই আইন কার্যকর হওয়ার কথা রয়েছে৷
এই আইনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে, প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি ১৫ বছরের কম বয়সি কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলে তা ধর্ষণ হিসেবে বিবেচিত হওয়ার পথ সুগম হয়েছে৷
ফ্রান্সের বিদ্যমান আইনে ১৫ বছরের কম বয়সিদের সঙ্গে যৌনতা অপরাধ হিসেবে গণ্য হয়৷ তবে তা ধর্ষণ হিসেবে বিবেচনার জন্য প্রসিকিউটরদের প্রমাণ করতে হয় যে, জোর করে শিশুটির সঙ্গে এটা করা হয়েছে৷
এর সুযোগ নিয়ে গত নভেম্বরে ১১ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ থেকে খালাস পান ৩০ বছরের এক ব্যক্তি৷ ওই ঘটনায় নির্যাতিতার সম্মতি না থাকার বিষয়টি প্রমাণে ব্যর্থ হয়েছিলেন আইনজীবীরা৷
এরপর গত ফেব্রুয়ারিতে ২৮ বছরের এক ব্যক্তি এবং ১১ বছরের আরেক শিশুর একই ধরনের ঘটনা নিয়ে ক্ষোভ দেখা দেয়৷
নতুন এই আইন শিশুদের সঙ্গে যৌন অপরাধে নিরুৎসাহিত করবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের লৈঙ্গিক সমতা বিষয়ক জুনিয়র মন্ত্রী মারলিন শিয়াপা৷
যৌন হয়রানির জরিমানা
রাস্তায় বা গণপরিবহণে যৌন হয়রানির জন্য তাৎক্ষণিকভাবে জরিমানার বিধান রাখা হয়েছে এই আইনে৷ এজন্য যৌন নিপীড়ককে ৯০ থেকে ৭৫০ ইউরো পর্যন্ত গুণতে হবে৷
আইনে কারও অনুমতি ছাড়া পোশাকের নীচ দিয়ে শরীরের ছবি তোলার জন্য ১৫ হাজার ইউরো পর্যন্ত জরিমানা এবং এক বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে৷
এই সপ্তাহের শুরুর দিকে রাস্তায় যৌন হয়রানির প্রতিবাদ করায় এক নারীকে একজনের মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ফ্রান্সে নতুন করে বিতর্ক শুরু হয়৷
এএইচ/ডিজি