শিশুদের ‘অ্যানিমেল ফার্ম' পড়তে বলে বিপাকে শিল্পা শেঠি
২৯ নভেম্বর ২০১৬১৯৪৫ সালে প্রকাশিত ‘অ্যানিমেল ফার্ম' বইটির সঙ্গে আসলে শিশুদের কোনো সম্পর্ক নেই৷ বইয়ের লেখক জর্জ ওরয়েল কার্যত বিংশ শতাব্দিতে একনায়কতন্ত্র কী রূপ ধারণ করতে পারে, সেটি জন্তু-জানোয়ারের উদাহরণ দিয়ে দেখিয়েছেন৷ এই বই শিশুদের জন্য সুপারিশ করে তাই বেশ বিপাকে পড়েছেন শিল্পা৷ টুইটারে অনেকে ইংরেজিতে #শিল্পাশেঠিরিভিউস হ্যাশট্যাগ ব্যবহার করে তাঁকে নিয়ে ঠাট্টা করছেন৷
এত সমালোচনার মুখেও অবশ্য দমে যাননি শিল্পা৷ বরং টুইটারে তিনি দাবি করেছেন, পুরো বিষয়টি নাকি ভুল বোঝাবুঝি ছিল৷ হ্যারি পটার কিংবা অ্যানিমেল ফার্মের মতো বইগুলো তিনি কখনো পড়েননি, তাই সেগুলো কাউকে পড়তে বলার বিষয়টি নাকি ‘প্রশ্নাতীত,' জানিয়েছেন তিনি৷
উল্লেখ্য, বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী হলেও বড় কোনো ছবিতে অভিনয় করতে পারেননি শিল্পা শেঠি৷ তিনি এবং তাঁর স্বামী ভারতের আইপিএলের একটি ক্রিকেট ক্লাবের একাংশের মালিক৷
এআই/এসিবি (এএফপি, পিটিআই)