শিশুদের দিকে পুলিশের বন্দুক!
৯ জুলাই ২০১৮পুলিশ বলছে, জরুরি কল পেয়ে পুলিশ হাজির হয় এল পাসোর এই ঘটনাস্থলে৷ ৫ মিনিট দীর্ঘ এই ভিডিওতে দেখা যায়, এক পুলিশ অফিসার এক কিশোরকে পা দিয়ে চেপে ধরে আছেন৷
তাকে ছেড়ে দেয়ার জন্য আশেপাশে বেশ কয়েকজন শিশু পুলিশকে অনুরোধ করতে থাকে৷ এক পর্যায়ে তাদের সরিয়ে দিতে এক পুলিশ সদস্য কোমরে থাকা পিস্তল বের করে তাদের দিকে তাক করেন৷ তাতেও কাজ না হলে লাঠি বের করে মারতে উদ্যত হন৷
ভিডিওটি মোবাইলে রেকর্ড করার সময় জ্যাকব সোসেদো নামের ১৫ বছর বয়সি আরেক কিশোরকেও আটক করে পুলিশ৷ গ্রেপ্তারের ঠিক আগ মুহূর্তের মায়ের হাতে মোবাইল দিয়ে দেন সোসেদো৷ বাকি ভিডিও রেকর্ড করেন তার মা৷
শুক্রবার রাতে এই ভিডিও আপলোড হয়েছে সোসেদোর ফেসবুক অ্যাকাউন্ট থেকে৷ মুহূর্তের মধ্যেই মিলিয়ন লাইক ছাড়িয়ে যায় এই ভিডিও৷ এরই মধ্যে অন্য হাজার হাজার অ্যাকাউন্ট থেকে রি-আপলোড করা হয়েছে ভিডিওটি৷
স্থানীয় সংবাদ মাধ্যমকে সোসেদো জানিয়েছে, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পুলিশ এসে তাকে থামায়৷ এক পর্যায়ে কেন তাকে আটকানো হচ্ছে, জানতে চাইলে এক পুলিশ সদস্য তার ওপর চড়াও হয় এবং গলা চেপে ধরে দেয়ালে ঠেসে ধরে৷
কোনো কারণ ছাড়াই হেনস্তা করায় তিনি আরো রেগে গিয়েছিলেন বলেও জানায় সোসেদো৷
এল পাসো পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এই পুলিশ সদস্য কেন বন্দুক বের করলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে৷ তদন্ত পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তাঁকে বাইরে টহল দিতে দেয়া হবে না বলেও জানিয়েছে এল পাসো পুলিশ৷
এডিকে/এসিবি