সবার পছন্দের ট্যাবলেট
৯ জানুয়ারি ২০১৪ইলেকট্রনিক পণ্যের ভোক্তাদের জন্য যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলমানরত ‘কনজিউমার ইলেকট্রনিক শো'তে ট্যাবলেট দুটি প্রদর্শিত হচ্ছে৷
ক্যালিফোর্নিয়া ভিত্তিক ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘ফুহু' এবং হলিউড স্টুডিও ‘ড্রিমওয়ার্কস' যৌথভাবে ড্রিমট্যাব তৈরি করেছে৷
ফ্রান্সের ‘কুরিয়ো'-র সঙ্গে ড্রিমট্যাবের জোর লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে৷ ট্যাবলেটের জগতে ফুহু নতুন নয়৷ তাদের তৈরি ‘নাবি' আগেই বাজার মাত করেছে৷
ড্রিমট্যাব হয়ত ‘নাবি'-র সাফল্যকেও ছাড়িয়ে যাবে৷ এতে থাকবে এমন ‘অ্যাপ' যার ফলে বাচ্চারা কার্টুন বা ছবির কোনো চরিত্রকে স্বচ্ছন্দে আঁকতে পারবে৷ অনলাইনে শিশুদের গোপনীয়তার নিশ্চয়তা দেয়া চিলড্রেন্স অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট (সিওপিপিএ)-এর সুরক্ষাও থাকছে এই ট্যাবলেটে৷ সুতরাং যে কেউ যত খুশি তথ্য গোপনে নিয়ে নেবে, এমন আতঙ্কে একটুও থাকতে হবে না শিশু-কিশোরদের৷
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ট্যাবলেট ড্রিমট্যাব বাজারে আসবে আগামী বছর৷ ৮ ইঞ্চি আর ১২ ইঞ্চি – এই দুটো আকারের ভার্সন পাওয়া যাবে শুরু থেকেই৷
ফ্রান্সের ‘কুরিয়ো' একটু ছোট৷ ৭ আর ১০ ইঞ্চি আকারের হলেও এতে রয়েছে বাবা-মা-সন্তান সবাইকেই খুশি রাখার ব্যবস্থা৷ সন্তান এই ট্যাবলেট নিয়ে আনন্দে সময় কাটাতে পারবে৷ তবে যতক্ষণ খুশি যতভাবে সম্ভব তা কিন্তু নয়৷ বাবা-মা চাইলে একটা সময় বেঁধে দিতে পারবেন৷ কুরিয়ো-র মুখপাত্র এরিক লেভিন বিষয়টি বুঝিয়ে বলেছেন এভাবে,‘‘আপনি ইচ্ছে করলে ওদের জন্য অ্যাপ নির্দিষ্ট করে দিতে পারেন, আবার কিছু অ্যাপ যাতে ও ব্যবহার না করে সে ব্যবস্থাও করতে পারেন৷ সন্তান রাত নয়টার পর আর ফেসবুক ব্যবহার করুক তা যদি না চান সে ব্যবস্থাও করতে পারেন আপনি৷''
চমৎকার এক স্মার্টফোনও নিয়ে আসছে কুরিয়ো৷ তাতে থাকবে ‘জিও-ফেন্সিং', ফলে স্মার্টফোন সঙ্গে নিয়ে বাইরে গেলেও বেশিরভাগ ক্ষেত্রেই বাবা-মা বুঝতে পারবেন তাঁদের সন্তান কোথায় আছে৷
এসিবি/ডিজি (এএফপি)