শিশুর প্রতি সহিংসতা কমছে না
১৫ জুলাই ২০১৫সিলেটে সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এছাড়া আগেই গ্রেপ্তার চৌকিদার ময়না মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত৷ চাঞ্চল্যকর এ মামলার তদন্তভার দেওয়া হয়েছে গোয়েন্দা পুলিশের বা ডিবি-র হাতে৷
ওদিকে রাজন হত্যার নির্মম ভিডিও প্রকাশের পর, এবার অন্য আর একজন শিশুকে পিটিয়ে হত্যার ভিডিও প্রকাশিত হয়েছে৷ এ ঘটনা ঘটেছে খোদ রাজধানী ঢাকার ক্ষিলখেত এলাকায়৷ শিশুটিকে পিটিয়ে বালু নদীতে ফেলে দেয়া হয়েছিল বলে খবর৷ এর তিনদিন পরে তার লাশ ভেসে ওঠে৷ কবুতর চুরির অপবাদ দিয়ে নাজিমুদ্দিন (১৫) নামের শিশুটিকে মাস তিনেক আগে পিটিয়ে হত্যার দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়, যা এখন প্রকাশ পেয়েছে৷
যশোরে গত ১৯শে মে লাদেন (৯) নামের এক শিশুকে এ রকমই চুরির অপবাদ দিয়ে শিকলে বেঁধে ঘরের মধ্যে আটকে রাখা হয় কয়েকদিন৷ তার ওপর সেখানে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়৷ পরে অবশ্য পুলিশ শিশুটিকে উদ্ধার করে৷
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০১৩ সাল পর্যন্ত তিন বছরে এক হাজার ৭৩০টি শিশু নির্যাতনের শিকার হয়েছে বংলাদেশে৷ তবে কতজন শিশুকে হত্যা করা হয়েছে, তার হিসেব এই মন্ত্রণালয়ের কাছে নেই৷
তবে ব়্যাব-এর কাছ থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, গত বছরের তিন মাসে সারাদেশে শতাধিক শিশু হত্যার শিকার হয়েছে৷ এর মধ্যে গত আগস্ট মাসে ৩৫, সেপ্টেম্বরে ৪০, অক্টোবর মাসে ২৫ জন শিশু হত্যার তথ্য জানায় ব়্যাব৷ ব়্যাব-এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘নিহত শিশুদের একাংশ ধর্ষণ ও বলাৎকারের শিকার হয়েছে৷'' তাঁর কথায়, ‘‘এরা মূলত পারিবারিক কলহ, মুক্তিপন আদায় এবং চুরিসহ নানা অপবাদে হত্যার শিকার হয়৷''
শিশু নির্যাতন ও হত্যার আরেকটি চিত্র পাওয়া যায় গৃহকর্মী নির্যাতন ও হত্যার চিত্র দিয়ে৷ এর কারণ, গৃহকর্মীদের ২৫ ভাগেরও বেশি শিশু৷ আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাব মতে, ২০১৩ সালে অন্তত ১০০ জন গৃহকর্মী বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন৷ এঁদের মধ্যে ৩৮ জন শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, যার মধ্যে ২০ জনের বয়স ৭-১২ বছরের মধ্যে৷ শারীরিক নির্যাতনের পর মৃত্যু হয়েছে ১৫ জনের৷ অন্যান্য নির্যাতনে মৃত্যু হয়েছে ৩২ জনের৷ ধর্ষণের শিকার হয়েছেন ৩ জন, ধর্ষণের পর হত্যা করা হয় ৩ জনকে৷ আত্মহত্যা করেছেন ৮ জন এবং গর্ভপাতকালে মৃত্যু হয় একজনের৷ এছাড়া পুলিশের হিসাব অনুযায়ী, গত বছরের শেষ চারমাসে ১০৭ জন গৃহকর্মী আত্মহত্যা করেন৷ যদি বর্তমান আইন অনুযায়ী ১৮ বছর বয়স পর্যন্ত শিশু হিসাব করা হয়, তাহলে শিশু গৃহকর্মীর সংখ্যা শতকরা ৫০ ভাগের বেশি হবে বলে ডয়চে ভেলেকে জানান মানবাধিকার নেত্রী এলিনা খান৷
সিলেটে নিহত শিশু রাজনকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে৷ তাঁর বাবা আজিজুর রহমান আলম এই অভিযোগ করেছেন৷ তিনি অভিযোগ করেছেন, ঘটনার রাতে স্থানীয় থানা থেকে তার মামলা নেওয়া হয়নি৷ বরং উল্টে তাকে গলাধাক্কা দিয়ে বের করে দেয় এসআই আমিরুল৷ সে ৫ লাখ টাকার বিনিময়ে সমঝোতার চেষ্টা করে৷
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘এসআই আমিরুলকে ‘ক্লোজড' করা হয়েছে৷ তার বিরুদ্ধে সব অভিযোগের তদন্ত হচ্ছে৷'' বলাৎকারের চেষ্টার অভিযোগের ব্যাপারে তিনি বলেন, ‘‘এই অভিযোগেরও তদন্ত হচ্ছে৷ তবে এখনো প্রমাণ পাওয়া যায়নি৷''
তিনি জানান, ‘‘রাজন হত্যাকাণ্ডের ঘটনায় কামরুল-মুহিতের আরেক সহোদর দুলালকেও বুধবার আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী৷''
মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট এলিনা খান ডয়চে ভেলেকে জানান, ‘‘আমাদের রাষ্ট্র এবং সমাজে শিশু ও নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে, কারণ তারা দুর্বল৷ তাই তারা সহিংসতার শিকার হয় বেশি৷ শিশুদেরও নানা কাজে বাধ্য করা হয়৷ এতে তারা রাজি না হলে তাদের নির্যাতন ও হত্যা করা হয়৷ বিশেষ করে গরিব ও নিম্নবিত্ত পরিবারে শিশুরা সবচেয়ে বেশি সহিংসতা ও নির্যাতনের শিকার হয়৷''
তিনি বলেন, ‘‘আইনে এখন ১৮ বছর বয়স পর্যন্ত শিশু৷ ৯ বছর বয়স পর্যন্ত শিশু কোনো অপরাধই করতে পারে না৷ আমাদের আর্থ সামাজিক প্রেক্ষাপটে শিশুদের বড় একটি অংশকে কাজ করতে হয়, বাইরে বের হতে হয় একা একা৷ বলা বাহুল্য, শিশুরা দুর্বল বলে অপরাধীদের সহজ টার্গেটে পরিণত হয় তারা৷''