শীতের দেশে গরমের হানা
ইউরোপ শুনলেই অনেকের মনে ভেসে ওঠে সাদা বরফ আর স্নিগ্ধ তুষার, হাতমোজা, ওভারকোট, স্নোম্যান আর নানারকম বরফের খেলা৷ কিন্তু আছে এর বিপরীত চিত্রও৷ এবার তীব্র গরম হানা দিয়েছে ইউরোপে৷ কোথাও তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস৷
সীমানা ছাড়াচ্ছে তাপমাত্রা
আশঙ্কা ছিল সপ্তাহের শেষে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে৷ কিন্তু পূর্বাভাস ভুল প্রমাণ করে জার্মানির অনেক জায়গাতেই হুড়মুড় করে তা ছুঁয়ে ফেলে ৪০ ডিগ্রির কাঁটা৷
সাবধানবাণী
দেশের অনেক শহরে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জার্মান আবহাওয়া অফিস৷ পূর্ব জার্মানি এবং বাভারিয়া অঞ্চলের কিছু এলাকা ছাড়া বাকি সব এলাকাতেই জারি করা হয়েছে তাপদাহের সতর্কতা৷
বিমানবন্দর বন্ধ
তীব্র গরমে একাধিক ফাটল দেখা দেয় হানোফার বিমানবন্দরের রানওয়েতে৷ ফলে দুর্ঘটনা এড়াতে সাময়িক বন্ধও রাখতে হয় বিমানবন্দরের কার্যক্রম৷ আরো অনেক বিমানবন্দরেই দেখা দিচ্ছে এমন আশঙ্কা৷
মহাসড়কেও দুরবস্থা
উচ্চ তাপে রাস্তার কংক্রিট যেকোনো মুহূর্তে ভেঙে বা গলে যেতে পারে৷ সতর্কতা হিসেবে স্টুটগার্ট এবং উলমে ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি দ্রুত গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ৷
বাড়ি ফিরুন দ্রুত
জার্মানির বেশিরভাগ বাসা, অফিস এবং স্কুলে নেই শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা৷ ফলে অনেক ক্ষেত্রেই কর্মঘণ্টা শেষ হওয়ার আগেই ছুটি দেয়া হচ্ছে, যাতে সবাই বাড়ি ফিরে বিশ্রাম নিতে পারে৷
ফসলের ক্ষতি
তীব্র গরমে ফসলের ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা৷ গরম ও বৃষ্টির অভাবে ফসল মরে যাওয়ায় প্রায় দেড় বিলিয়ন ইউরো ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছে জার্মান ফার্মার্স অ্যাসোসিয়েশন৷