1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা

২৯ নভেম্বর ২০১২

জার্মান বুন্ডেসলিগার শীতকালীন বিরতির তিন পর্ব আগেই রেকর্ড সৃষ্টি করলো এফসি বায়ার্ন৷ মরসুমের ১৪তম পর্বে ‘হেমন্ত চ্যাম্পিয়ন’-এর গৌরব অর্জন করেছে মিউনিখের এই ক্লাব৷

https://p.dw.com/p/16sVt
ছবি: THOMAS KIENZLE/AFP/Getty Images

জার্মান বুন্ডেসলিগার ফুটবল মরসুম এখনো শেষ হয় নি বটে, কিন্তু শীতের মুখে বিরতির পালা৷ তাই হেমন্ত পর্যন্ত যে দল এগিয়ে থাকে, তার কদরই আলাদা৷ বায়ার্ন মিউনিখ এই নিয়ে ১৮ বার তালিকার শীর্ষে৷ তবে এর আগে এত দ্রুত সেই অবস্থানে কখনো পৌঁছায়নি এই দল৷ শুধু তাই নয়, বুধবার রাতে ফ্রাইবুর্গকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন বায়ার্নের খেলোয়াড়রা৷ বুন্ডেসলিগার ৫০ বছরের ইতিহাসে মরসুমের ১৪তম দিনে ‘হেমন্ত চ্যাম্পিয়ন'-এর গৌরব অর্জন করতে পারেনি অন্য কোনো ক্লাব৷

বায়ার্নের সেই গৌরব কেড়ে নেওয়ার সম্ভাবনাও আর নেই বললেই চলে৷ কারণ মরসুমের ১৫তম দিনের আগেই কোচ ইয়ুপ হাইনকেসের টিম তাদের আগামী প্রতিপক্ষের তুলনায় ১১ পয়েন্টে এগিয়ে রয়েছে৷ ফলে বোরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে সেই ম্যাচে হেরে গেলেও বায়ার্ন চ্যাম্পিয়নই থেকে যাবে৷ শীতকালীন বিরতির ৩ দিন আগেই ৩৭ পয়েন্ট পেয়ে শীর্ষে পৌঁছে বেশ সন্তুষ্ট বায়ার্ন৷

Fußball Bayer 04 Leverkusen Werder Bremen Bundesliga Bremen Deutschland
ব্রেমেনের বিরুদ্ধে একটি গোলের পর লেভারকুজেনের খেলোয়াড়দের উচ্ছ্বাসছবি: picture alliance/Sven Simon

ক্লাবের খেলোয়াড়রা অবশ্য নিজেদের আত্মগৌরবের জোয়ারে ভাসিয়ে দিতে চাইছে না৷ আনন্দ সত্ত্বেও তারা কিছুটা সতর্ক৷ যেমন টোমাস ম্যুলার মনে করেন, পয়েন্টের বিষয়টি ভালোভাবে হিসেব করে দেখতে হয়৷ আগে থেকেই উচ্ছ্বাস করা ঠিক নয়৷ ফ্রাইবুর্গকে এক সময় ১০ জন খেলোয়াড় নিয়ে খেলতে হয়েছে৷ কিন্তু ম্যুলারের মতে, এর ফলে ১১ জন নিয়েও মোটেই বাড়তি সুবিধা হয় না, উল্টে কিছু সমস্যা দেখা যায়৷ কোচ ইয়ুপ হাইনকেস বলেন, ফ্রাইবুর্গ সম্প্রতি বেশ ভালো খেলছে৷ ফলে তাদের হারানো মোটেই সহজ কাজ ছিল না৷ ক্লাবের সাফল্যে অবশ্য খুবই সন্তুষ্ট তিনি৷

বুন্ডেসলিগার এবারের মরসুমে বায়ার্নের ঠিক পরেই রয়েছে বায়ার লেভারকুজেন দল৷ দুই ক্লাবের ব্যবধান আপাতত ১০ পয়েন্ট৷ তারা এবার একটি ম্যাচে বায়ার্নকে হারানোর গৌরব অর্জন করেছে৷ ভ্যার্ডার ব্রেমেনকে ৪-১ গোলে হারিয়ে তাদের অবস্থানও বেশ ভালো৷

এসবি/ডিজি (ডিপিএ, এসআইডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য