শুক্রবারের নামাজেও ভিড় কম
করোনা নিয়ে সতর্ক হচ্ছে দিল্লি। শুক্রবারের নামাজেও ভিড় কম। বন্ধ হচ্ছে রেস্তোরাঁ।
জামে মসজিদের নামাজ
যে কোনও শুক্রবার দিল্লির জামে মসজিদের চাতাল ভরে যায় মানুষে। সকলে একসঙ্গে নামাজ পড়েন। এই শুক্রবার লোক ছিল চোখে পড়ার মত কম।
করোনা আতঙ্ক
জামে মসজিদের আশপাশে বহু মানুষের বক্তব্য, বাড়িতে বসেই প্রার্থনা করছেন। নামাজ পড়ছেন। কিন্তু আপাতত মসজিদে যাবেন না। করোনা সংক্রমণের হাত থেকে তাঁরা নিজেরাও বাঁচতে চান, অন্যদেরও বাঁচাতে চান।
লোক কম
জামে মসজিদের বাইরেও লোক আগের চেয়ে অনেক কম। অন্য যে কোনও সময় এই জায়গা ভরে থাকে মানুষের ভিড়ে।
পরের শুক্রবার আসবেন না
জামে মসজিদে না বললেও, দিল্লির বহু মসজিদে ইমামরা বলে দিয়েছেন, পরিস্থিতি এমন চললে পরের শুক্রবার যেন কেউ মসজিদ-মুখী না হন। বাড়িতে বসে প্রার্থনা করলেই হবে।
একই জলে অজু নয়
কোনও কোনও মসজিদে বলা হয়েছে, বাড়ি থেকে অজু করে আসতে। একই জলে সকলের অজু না করাই ভাল।
মিনা বাজার
জামে মসজিদ সংলগ্ন প্রাচীন মিনা বাজার। সারা দিন এই বাজারে পা রাখার জায়গা থাকে না। এখন সেখানে ভিড় থাকলেও অন্য সময়ের চেয়ে অনেক কম। দোকানদাররা বলছেন, বিক্রি ৫০ শতাংশ কমে গিয়েছে।