1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এখনও বন্দি বিপ্লব, আসিফ

আরাফাতুল ইসলাম১৩ মে ২০১৩

ব্লগার সুব্রত শুভ এবং মোহাম্মদ রাসেল পারভেজ রবিবার জামিনে ছাড়া পেয়েছেন৷ তবে অপর দুই ব্লগার মশিউর রহমান বিপ্লব এবং আসিফ মহিউদ্দীন এখনও বন্দি আছেন৷ বিষয়টি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া দেখা গেছে ফেসবুক, ব্লগে৷

https://p.dw.com/p/18WzJ
Subrata Shuvo, Bangla blog, blogger. Quelle: http://www.facebook.com/Subrata.Shuvo
ছবি: Facebook.de

ইন্টারনেটে ‘ধর্মীয় উস্কানিমূলক' লেখালেখির কথিত অভিযোগে গতমাসে ব্লগার সুব্রত শুভ, মশিউর রহমান বিপ্লব, মোহাম্মদ রাসেল পারভেজ এবং আসিফ মহিউদ্দীনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ৷ গ্রেপ্তারের পর তাঁদেরকে বিভিন্ন মেয়াদে রিমান্ডেও নেওয়া হয়৷

আটক ব্লগারদের মুক্তির দাবিতে দেশে বিদেশে বিভিন্ন পর্যায়ে আন্দোলন করেছেন ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্টসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ৷ এ সবের প্রেক্ষিতে রবিবার জামিনে ছাড়া পেয়েছেন দু'জন ব্লগার৷ এঁরা হচ্ছেন সুব্রত শুভ এবং মোহাম্মদ রাসেল পারভেজ৷ বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, ‘‘ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক রোববার শুনানি শেষে ব্লগার সুব্রত অধিকারী শুভ ও রাসেল পরভেজের জামিন মঞ্জুর করেন৷''

Blogger Asif Mohiuddin aus Bangladesch *** Blogger Asif Mohiuddin is under pressure from Government forces of Bangladesh, because of his writing on the reform of Education Sector. He is feeling in secured now. *** Zugeliefert durch Arafatul Islam am 4.10.2011. Copyright: Asif Mohiuddin
ব্লগার আসিফ মহিউদ্দীনছবি: Asif Mohiuddin

রাসেলের জামিন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে তাঁর স্ত্রী ড. আসমা বেগম লিখেছেন, ‘‘রাসেলের জামিন হয়েছে৷ আমরা সবাই খুশি৷ বিশেষ করে আমার বাচ্চারা৷ আমি সবার কাছে এমন ভাবে ঋণী যে এই ঋণ কখনও শোধ হবে না৷ আমরা কৃতজ্ঞ সবার কাছে৷ তবে বাকি দুইজনের জন্যও মন বেশ খারাপ লাগছে৷''

অবশ্য বাকি ব্লগারদের জামিনের বিষয়েও আশাবাদী আসমা বেগম৷ তিনি বলেন, ‘‘ওনারা আসলে আজ (রবিবার) পিটিশন সাবমিট করেননি, তাই দেরি হচ্ছে৷ আমি আশাবাদী, ওনাদেরটা ‘প্রসিড' করলে ওনাদেরও জামিন হয়ে যাবে৷ তাই খুশিটা আধাই রয়ে গেল৷''

এদিকে, ঢাকার আদালতের অতিরিক্ত পিপি তাপস পালের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, ‘‘শুভ, রাসেল ও বিপ্লবের বিরুদ্ধে মামলাটি আমলে নিলেও আসিফের বিরুদ্ধে মামলার শুনানি হয়নি৷ দ্বিতীয় মামলার শুনানির জন্য অন্য একটি তারিখ রাখবেন বলে বিচারক জানিয়েছেন৷''

ব্লগার আসিফ মহিউদ্দীনের জামিনের বিষয়ে এখনও অবশ্য সন্দিহান কেউ কেউ৷ ফেসবুকে ‘ব্লগার আসিফ মহিউদ্দীন' শীর্ষক একটি পাতায় দুই ব্লগারের জামিনের প্রতিক্রিয়ায় লেখা হয়েছে, ‘‘যেই ভয়টা পাচ্ছিলাম, সরকার বিভক্তি পন্থার মধ্য দিয়ে যাবে, তাতে আম ও ছালা দুইই রক্ষা পাবে৷ দু'জন মুক্তি পেল, সবাই খুশি৷ বাকি দুজনের কথা ধীরে ধীরে বাতাসে মিশে যাবে৷ আবার আসিফকে জেলে রাখলে জামাত শিবির খুশি৷''

তবে ব্লগার সুব্রত শুভর বন্ধু ফড়িং ক্যামেলিয়া আটক অপর দুই ব্লগারের জামিনের বিষয়ে আশাবাদী৷ ফেসবুকে তিনি লেখেছেন, ‘‘কাল (রবিবার) বিপ্লব ভাইয়ের উকিল তাঁর ব্যক্তিগত সমস্যার কারণে উপস্থিত ছিলেন না, তাই জামিনের আবেদন হয়নি এটা খুবই দুঃখজনক৷ আর আসিফ ভাইয়ের শুনানি যথা সময়ে হলে আশা করছি উনিও মুক্ত হবেন৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য