শেখ হাসিনাকে ভারতের অভিনন্দন
৮ জানুয়ারি ২০২৪দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারত, চীন, রাশিয়াসহ সাত দেশের রাষ্ট্রদূতেরা।
আজ সোমবার সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতেরা। এ সময় তাঁরা শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
এ ছাড়া আগা খান ডিপ্লোম্যাটিক রিপ্রেজেনটেটিভের একটি প্রতিনিধিদলও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।
বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। নির্বাচনে জয়ের জন্য তিনি ভারতীয় জনগণ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে তিনি শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
তিনি আশাপ্রকাশ করেছেন, নতুন সরকারের আমলে ভারতের সঙ্গে বংলাদেশের সম্পর্ক আরো মজবুত হবে। দুই দেশ একে অন্যকে জাতীয় উন্নয়নের কাজে সাহায্য করবে।
সূত্র উদ্ধৃত করে এএনআই জানাচ্ছে, প্রণয় ভার্মা বলেছেন, বংলাদেশের মানুষ স্থিতিশীল, প্রগতিশীল ও সমৃদ্ধ দেশ চান। ভারত তাদের সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সাহায্য করে যাবে। দুই দেশের দীর্ঘকলীন বন্ধুত্ব দিশা দেখাবে। মুক্তিযুদ্ধে দুই দেশের মানুষের বলিদান উদ্বুদ্ধ করবে।
জিএইচ/এসজি(এএনআই)