শেখ হাসিনার প্রত্যর্পণ কূটনৈতিক উপায়ে, বললেন জয়শঙ্কর
১২ সেপ্টেম্বর ২০২৪জবাবে তিনি বলেছেন, তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন৷ এটি তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করেন৷
ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো জানিয়েছে, স্থানীয় সময় গত মঙ্গলবার জার্মানির বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে করা প্রশ্নের জবাবে জয়শঙ্কর এ কথা বলেন৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে বৈঠকের পর এই যৌথ সংবাদ সম্মেলন করা হয়৷
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করেন৷ বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে, তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে৷ ভারত কি এমন অনুরোধ বিবেচনা করবে?
জয়শঙ্কর বলেন, ‘‘আপনারা জানেন, বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে৷ আমরা স্পষ্টতই এই সরকারের সঙ্গে কাজ করছি৷ এটি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়৷''
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়৷ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা৷ তিনি এখন ভারতে অবস্থান করছেন৷
এপিবি/এসিবি