পুরোনো কৌশল
৯ জানুয়ারি ২০১৩আন্দোলনের মুখে লোকসানি বিমানের কর্মচারীরা আর্থিক দাবি আদায় করার পরের দিন, অর্থাৎ বুধবার থেকে সারা দেশে শুরু হয়েছে অনির্দিষ্ট কালের জন্য নৌ-যান ধর্মঘট৷ শ্রমিকদের ডাকা এই ধর্মঘটের মূল দাবি তাঁদের মজুরি এবং সুযোগ-সুবিধা বাড়ানো৷ স্বাভাবিকভাবেই, এই ধর্মঘটের কারণে দেশের দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে৷
এদিকে, চট্টগ্রাম সমুদ্র বন্দরের শ্রমিকরাও বুধবার থেকে তাঁদের মজুরি এবং ভাতা বাড়াতে ধর্মঘট শুরু করেছেন৷ আর এতে অচল হয়ে পড়েছে বন্দর৷ খালাস হচ্ছে না কোনো পন্যও৷ একই সঙ্গে এমপিওভুক্তি এবং সরকারি বেতনের দাবিতে আন্দোলন চলছে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের৷
অন্যদিকে, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপি'র হরতালের পর, ১৬ই জানুয়ারি সারা দেশে আধা বেলার হরতাল ডেকেছে সিপিবি ও বাসদ৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. শান্তনু মজুমদার ডয়চে ভেলেকে বলেন, শ্রমিক ও পেশাজীবীরা কৌশলগত কারণেই তাঁদের দাবি আদায়ের জন্য সরকারের শেষ বছরটিকে বেছে নিচ্ছেন৷ তাঁদের দাবি ন্যায্য হলে সরকারের আগেই তা মেনে নেয়া উচিত ছিল৷
বলা বাহুল্য, বাংলাদেশের বিরোধী রাজনীতির বৈশিষ্ট্যই হচ্ছে সরকাররের শেষ বছরে রাজনীতির মাঠ গরম রাখা৷ যদি সরকারের মধ্যে একটি পতন পতন ভাব আনা যায়, তাহলে বিরোধীরা ভোটে সুবিধাজনক অবস্থানে থাকবেন বলে মনে করেন ড. মজুমদার৷
তাঁর মতে, সরকারকে যেমন যৌক্তিক দাবি আন্দোলনের আগেই মেনে নেয়ার মানসিকতা তৈরি করতে হবে৷ তেমনই বিরোধীদেরও সরকারকে অহেতুক ঝামেলায় ফেলার মানসিকতা ত্যাগ করতে হবে৷ আর ভোটের কথা চিন্তা না করে পোশাজীবী ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারকে সব সময়ই থাকতে হবে আন্তরিক৷ তাহলে শেষ বছরে এ ধরনের চাপ সৃষ্টি হবে না৷ বাড়বে না সাধারণ মানুষের ভোগান্তি৷