শেষ হলো জাতিসংঘের জলবায়ু সম্মেলন
১৩ ডিসেম্বর ২০০৮পোল্যান্ডের পোজনানে অনুষ্ঠিত ১২ দিন ব্যাপী জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন শেষ হয়েছে৷ বিশ্ব উষ্নায়নের হুমকি রোধে চুক্তিতে পৌঁছাতে একটি কর্ম পরিকল্পনার নকশার ব্যাপারে একমত হয়েছেন সম্মেলনে অংশ নেয়া ১৯০টি দেশের প্রতিনিধিরা৷ ওই পরিকল্পনায় প্রধান ইস্যুগুলো চিহ্নিত করা হবে এবং আলোচনার এজেন্ডা ঠিক করা হবে৷ আশা করা হচ্ছে, ২০০৯ সালের ডিসেম্বরে কোপেনহেগেন-এ অনুষ্ঠেয় সম্মেলনে গ্রিনহাউস গ্যাস হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের থাবা থেকে রক্ষায় বিশ্বের দরিদ্র দেশগুলোকে সহায়তার ব্যাপারে এই বিষয়টি কাজে লাগবে৷
সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বান কি মুন জলবায়ু বিপর্যয় এড়াতে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রকে নেতৃত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন৷ চীনের নতুন পরিবেশ পরিকল্পনার প্রশংসার পাশাপাশি, যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামার ভবিষ্যৎ প্রশাসনের প্রশংসা করেছেন বান৷ পোজনানে ওবামার দলের প্রতিনিধিত্ব করেন সিনেটর জন কেরী ৷ তিনি বলেছেন, শুক্রবার ব্রাসেলস-এ ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু চুক্তিটি নেতৃত্বের গুনেরই বহিঃপ্রকাশ৷
অন্যদিকে বিশ্ব অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্রাসেলস -এ ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে ই ইউ নেতারা ২শ বিলিয়ন ইউরোর উদ্ধার প্যাকেজ চুক্তিতে পৌঁছেছেন শনিবার৷ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে মানুয়েল বারোসো বলেছেন, এটি একটি ঐতিহাসিক মুহুর্ত৷ কারণ আমরা বিশ্বকে জানাতে পেরেছি যে, বিশ্ব অর্থনৈতিক সংকট স্বত্তেও আমরা আমাদের অঙ্গীকার রাখতে পেরেছি৷ তাই আশা করি কোপেনহেগেন আলোচনাও হবে প্রতিশ্রুতিপূর্ণ৷ ই ইউভুক্ত দেশগুলো তাদের মোট আভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির শতকরা ১.৫ ভাগ এই প্যাকেজে দেবে৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, ই ইউ ভুক্ত ২৭টি দেশের নেতারা এই ব্যপারে একমত হয়েছেন৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ এই অর্থনৈতিক সংকটে কর্মক্ষেত্রগুলো রক্ষার জন্যেই এই উদ্ধার প্যাকেজের ব্যাপারে তারা একমত হয়েছেন৷ একই সঙ্গে ই ইউ নেতারা জলবায়ু পরিবর্তন রোধে আগামী ২০২০ সাল নাগাদ গ্রিন হাউস গ্যাস নির্গমনের মাত্রা ১৯৯০ সালের তুলনায় ২০ শতাংশে নামিয়ে আনার ব্যাপারেও একটি চুক্তি পাস করেছেন৷