1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেয়ার বাজারে সংকট কাটাতে নতুন উদ্যোগ

২৪ নভেম্বর ২০১১

শেয়ার বাজার চাঙ্গা করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী ২০ দফা প্যাকেজ ঘোষণা করা হয়েছে৷ বিনিয়োগকারীদের ক্ষতি মেটাতে গঠন করা হয়েছে কমিটি৷ অন্য দিকে ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির মামলাগুলো আবার সচল হচ্ছে৷

https://p.dw.com/p/13FXL
পুঁজিবাজারে অস্থিরতার ফলে ক্ষোভ বাড়ছেছবি: DW

অবশেষে শেয়ার বাজার চাঙ্গা করতে বুধবার সন্ধ্যায় প্যাকেজ ঘোষণা করেন এসইসি'র চেয়ারম্যান খায়রুল হোসেন৷ এর মধ্যে অন্যতম হল কোম্পানির পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার সংরক্ষণ, ব্যাংকের বিনিয়োগ সুযোগ বাড়ানো, ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বিশেষ স্কিম ইত্যাদি৷

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান ফায়েকুজ্জামানকে প্রধান করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে৷ এই কমিটি ক্ষুদ্র বিনিয়োগকারী যারা নিজেদের পুঁজি হারিয়েছেন এবং ঋণ নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের চিহ্নিত করবে৷ তাদের এই ক্ষতি পুষিয়ে দিতে কী ব্যবস্থা নেয়া যায় তারও সুপারিশ করবে৷ কমিটি ৬ মাসের মধ্যে তাদের কাজ শেষ করবে বলে জানান এসইসির চেয়ারম্যান৷

তিনি জানান, বাজার মনিটরিংয়ের জন্য এসইসির আইন যথার্থ এবং সময়োপযোগী নয়৷ এই আইনকে কঠোর এবং সময়োপযোগী করা হবে৷

এসইসির ২০ দফা প্যাকেজ বাস্তবায়ন করতে ৩ মাস থেকে এক বছর সময় লাগবে৷ এসইসির চেয়ারম্যান জানান, শেয়ার বাজারকে গুজবের বাজার থেকে দক্ষ এবং বাস্তব ভিত্তিক বাজারে পরিণত করা হবে৷

এদিকে ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির মামলার বিচার আবার শুরু হচ্ছে৷ হাইকোর্ট বুধবার নিম্ন আদালতকে এম জি আজম চৌধুরী, মো. শহীদুল্লাহ এবং অধ্যাপক মাহবুব আহমেদের বিরুদ্ধে মামলার বিচার কাজ শুরুর নির্দেশ দিয়েছেন৷ ১৯৯৬ সালে শেয়ার কেলেঙ্কারির পর মোট ১৫ টি মামলা হয়৷ তার একটির আসামি ওই ৩ জন৷ তারা মামলাটি বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেছিলেন৷ কিন্তু আদালত আবেদন খারিজ করে দেয় বলে জানান এসইসি'র আইনজীবী মোহাম্মদ আলি৷ তিনি বলেন, একে একে বাকি মামলাগুলোও সচল করার আইনী লড়াই চলছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান