শোকস্তব্ধ রাশিয়া, হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৩
২৪ মার্চ ২০২৪রোববারের তথ্য অনুযায়ী,শুক্রবার ক্রোকাস সিটি হলে হামলায়অন্তত ১৩৩ জন নিহত এবং ১৪০ জনেরও বেশি আহত হন।
কনসার্ট হলে হামলার পর শোকের ছায়া নেমে এসেছে রাশিয়াজুড়ে। নিহতদের স্মরণে রোববার রাশিয়া জাতীয় শোক দিবস পালন করেছে।
ইসলামিক স্টেটের খোরাসান প্রদেশের শাখা (আইএসআইএস-কে) হামলার দায় স্বীকার করেছে। এদিকে কিয়েভের দৃঢ় প্রত্যাখ্যান সত্ত্বেও এই ঘটনার ইউক্রেনীয় সংযোগ খোঁজার চেষ্টা করছে রাশিয়া।
প্রায় দুই দশক পর রাশিয়ায় এমন মারাত্মক হামলার ঘটনা ঘটেছে।
চার বন্দুকধারী গ্রেপ্তার: পুটিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন বলেন, আটক হওয়া ১১ জন সন্দেহভাজনদের মধ্যে হামলার জন্য দায়ী চার বন্দুকধারীও রয়েছেন। রুশ সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তারা তাজিকিস্তানের নাগরিক।
পুটিন দাবি করেছেন, হামলার পর তারা ইউক্রেনের দিকে যাচ্ছিল। 'বর্বর সন্ত্রাসী হামলায়' জড়িতদের চরম শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। যদিও সরাসরি কিয়েভের জড়িত থাকার কথা বলেননি তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পুটিন অন্য কাউকে দোষারোপের চেষ্টা করছেন। ঘটনায় জড়িত থাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন জেলেনস্কি।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা আইএসের সহযোগী সংগঠনের দাবির বিষয়টি অবশ্য নিশ্চিত করেছেন।
ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেন, "ইসলামিক স্টেট এই হামলার জন্য একমাত্র দায়ী। এরসঙ্গে ইউক্রেনের কোনো সম্পর্ক নেই।"
মস্কোর কনসার্ট হলে হামলাকারীদের গুলি চালানোরএকটি ভিডিও ইসলামিক স্টেট-এর কথিত সামাজিক মাধ্যম একাউন্টে পোস্ট করা হয়েছে।
কনসার্ট হলের বাইরে অস্থায়ী স্মৃতিসৌধ
কনসার্ট হলের বাইরে একটি অস্থায়ী স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে, যেখানে হামলায় নিহতদের স্মরণে রোববার ফুল রেখে গিয়েছেন অনেকেই।
নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। কেউ কেউ তাই খেলনাও রেখে গিয়েছেন অস্থায়ী সৌধের সামনে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন এখনো।
মস্কোতে, রক্ত দেওয়ার জন্য শনিবার সাধারণ মানুষের দীর্ঘ লাইন দেখা গিয়েছিলো।
বিমানবন্দর, পরিবহণ কেন্দ্র এবং রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে রাশিয়া। দেশব্যাপী যাবতীয় বড় অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
আরকেসি/এফএস (এএফপি, এপি, ডিপিএ, রয়টার্স)