শ্রমিক অসন্তোষের কারণে গ্রামীণের পোশাক কারখানা বন্ধ
২০ জুলাই ২০১১বিজ্ঞাপন
ঢাকার অদূরে অবস্থিত এই কারখানায় বিক্ষোভ সম্পর্কে স্থানীয় পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলাম বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, লাঞ্চ এবং যোগাযোগ ভাতা বৃদ্ধিসহ কারখানার দশ শতাংশ মালিকানার দাবিতে সহিংস বিক্ষোভে অংশ নেয় কারখানার পোশাক শ্রমিকরা৷ এরপর মালিক কর্তৃপক্ষ এটি অনির্দিষ্টভাবে বন্ধ করে দেয়৷
এদিকে গ্রামীণ নিটওয়্যার এর প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান পোশাক শ্রমিকদের এসব দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, আমরা শ্রমিকদেরকে সরকারের নির্ধারিত মজুরি-কাঠামোর চেয়েও বেশি বেতন প্রদান করি৷ তবুও কিছু শ্রমিক যুক্তিহীন দাবি নিয়ে বিক্ষোভ করেছে৷ এই শ্রমিক অসন্তোষের পেছনে কোন রাজনৈতিক ইন্ধন নেই বলেও দাবি করেছেন আশরাফুল হাসান৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক