‘শ্রমিকদের অধিকার রক্ষায় পদক্ষেপ প্রয়োজন’
১ মে ২০১৫পহেলা মে – আন্তর্জাতিক শ্রমিক দিবস৷ কবে থেকে শুরু হলো মে দিবস পালন৷ একটু পেছনে ফেরা যাক৷ ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটের সামনে দৈনিক কাজের সময় আট ঘণ্টার দাবিতে হাজারো শ্রমিক জড়ো হয়েছিলেন৷ এ সময় পুলিশ শ্রমিকদের উপর অতর্কিত গুলিবর্ষণ শুরু করে৷ আর ১০-১২ জন নিরীহ শ্রমিক সেখানেই মারা যান৷
১৮৮৯ সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত হয়৷ সেখানে ১৮৯০ সাল থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে পালনের প্রস্তাব করেন রেমন্ড লাভিনে৷ ১৮৯১ সালে এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়৷
তখন থেকেই বিশ্বের বিভিন্ন দেশের শ্রমজীবী মানুষ মে মাসের ১লা তারিখকে সরকারি ছুটির দিন হিসাবে পালনের দাবি জানায় এবং অনেক দেশে এটা কার্যকরও করা হয়৷ বর্তমানে বিশ্বের প্রায় ৮০টি দেশে ‘পহেলা মে' জাতীয় ছুটির দিন হিসেবে ধার্য্য করা হয়েছে৷
নিশা বিসওয়াল টুইটারে লিখেছেন, ‘‘বাংলাদেশে শ্রমিকদের অধিকার রক্ষার অঙ্গীকারের মধ্য দিয়ে মে দিবস পালিত হচ্ছে৷ তবে অধিকার রক্ষা করতে আরো অনেক কাজ করা প্রয়োজন৷''
সুরেশ চন্দ্র ডেইলিস্টারের একটি প্রতিবেদন শেয়ার করে লিখেছেন, ‘‘আজ মে দিবস৷ কিন্তু বাংলাদেশের শ্রমিকরা এখনো সুবিধা বঞ্চিত৷''
শহীদুল আলম লিখেছেন, ‘‘চুরি কোরো না৷ সরকার প্রতিযোগিতা পছন্দ করে না৷''
ডেইজি আয়লিফে মে দিবস উপলক্ষ্যে একটি বিশেষ ব্লগ লিখেছেন, যেখানে বাংলাদেশের নারী শ্রমিকদের বঞ্চনার কথা বলা হয়েছে৷
জয় নাইড়ু লিখেছেন, ‘‘আমরা এমন একটি গণতন্ত্রের স্বপ্ন দেখছি, যা ক্ষুধা, বেকারত্ব এবং ভয় মুক্ত সমাজ দেবে৷''
এডি একটি প্রতিবেদন শেয়ার করে লিখেছেন, ‘‘মে দিবস উপলক্ষ্যে ফিলিপাইন্সে ‘চাবেস ভাইভ' ছড়িয়ে পড়েছে৷''
অ্যান্ড্রু মালয় সবাইকে মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন৷
ম্যাথু ওয়ার্ড কিছু ফুলের ছবি পোস্ট করে সবাইকে মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন৷
এরকান সাকা তুরস্কের শহর ইস্তান্বুলে মে দিবস উপলক্ষ্যে বিক্ষোভ ও পুলিশের সাথে সংঘর্ষের খবরটি টুইট করেছে৷
সেলিন গিরিটও তুরস্কের বিক্ষোভ সমাবেশের ছবি পোস্ট করেছেন টুইটারে৷
তারেক ফাতাহ লিখেছেন, ‘‘ভারতের রাজধানী নয়া দিল্লিতে মে দিবস উপলক্ষ্যে কোনো প্যারেড বা অনুষ্ঠানের আয়োজন না থাকায় আমি ব্যথিত হয়েছি৷ এটা অবিশ্বাস্য৷ অন্তত মি. আম্বানি একটি শোভাযাত্রা করতে পারতেন৷''
নেহা দিক্ষিত লিখেছেন, ‘‘মে দিবসে আমার প্রার্থনা প্রতিটি শ্রমিকের যা প্রাপ্য তা যেন তারা পায়৷ তবে এখনো এ নিয়ে লড়াই চলছে৷''
সংকলন: অমৃতা পারভেজ
সম্পাদনা: দেবারতি গুহ