1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীপুরে বন্দুকসহ বিএনপি কর্মী গ্রেপ্তার

১৩ ফেব্রুয়ারি ২০২৩

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পদযাত্রা থেকে বন্দুক উঁচিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলাকারী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷

https://p.dw.com/p/4NOqF
প্রতীকী ছবি ছবি: Michael Bihlmayer/CHROMORANGE/picture alliance

রোববার ভোরে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের তার এক বন্ধুর বাড়ি থেকে সেই যুবককে গ্রেপ্তার করা হয় বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান৷ এ সময় তার কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়৷
তবে অস্ত্রটি আসল না নকল তা ফরেনসিক রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে বলে জেলার অতিরিক্ত এসপি বলেন৷

গ্রেপ্তার জাহিদুর ওরফে উত্তরের জাহিদ শ্রীপুরের বরমী গ্রামের সাইদুর রহমান মীরের ছেলে৷
গত শনিবার কেন্দ্রঘোষিত শ্রীপুরে বিএনপির পদযাত্রা থেকে একজনকে আগ্নেয়াস্ত্র বের করতে দেখা গেছে৷ বিএনপি নেতা-কর্মীরা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করে বলে জানান ওসি৷
ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, জাহিদ ৫/৬ বছর আগে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সাধুয়া গ্রাম থেকে এ এলাকায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন৷ তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও মারামারিসহ একাধিক মামলা আছে৷ ওইসব মামলায় সে জেলও খেটেছে৷
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেন জানান, ওই যুবকের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রটি আসল না নকল সে বিষয়ে একেকজন একেক কথা বলছে, আমরা বিষয়টি তদন্ত ও খতিয়ে দেখছি৷ 

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য