শ্রীলঙ্কায় পুলিশ অভিযানে শিশুসহ নিহত ১৫
২৭ এপ্রিল ২০১৯উদ্ধার করা মরদেহের মধ্যে ছয়টি শিশুর মরদেহও রয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ শুক্রবার রাতে রাজধানী কলম্বো থেকে ৩৬০ কিলোমিটার দূরে সেইন্ট হামারুথু এলাকায় অভিযানে যায় পুলিশ৷
সেনাবাহিনীর সহায়তায় পুলিশ কমান্ডোদের এ অভিযানের সময় তিনটি বিস্ফোরণ ঘটে বলে জানানো হয়েছে৷ এ সময় লুকিয়ে থাকা সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধও হয়৷
ইস্টার সানডের বোমা হামলায় ২৫৩ জন নিহত হওয়ার ঘটনায় এই জঙ্গিদের যোগসাজশ ছিল বলে ধারণা করছে পুলিশ৷ বন্দুকযুদ্ধ শেষ হওয়ার পর একটি বাড়ি থেকে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়৷
আবার হামলার ঘটনা ঘটতে পারে, এমন আশঙ্কায় দ্বীপরাষ্ট্রটির বিভিন্ন ধর্মীয় স্থাপনার নিরাপত্তায় হাজার হাজার সেনাসদস্য মোতায়েন করা হয়েছে৷ একই সঙ্গে চলছে সন্দেহভাজনদের সন্ধানে অভিযান৷
প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা জানিয়েছেন, একটি ‘বড় ধরনের তল্লাশি অভিযান' শুরু করা হয়েছে৷ দেশের ‘প্রতিটি বাড়ি তল্লাশি করা হবে' বলেও ঘোষণা দিয়েছেন তিনি৷
হামলার পর বেশকিছু দেশ তাদের নাগরিকদের জন্য শ্রীলঙ্কায় ভ্রমণ সতর্কতা জারি করেছে৷ জার্মান পররাষ্ট্র দপ্তর জরুরি কাজ ছাড়া কলম্বো এবং অন্যান্য এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে৷ এরই মধ্যে দেশটিতে অবস্থান করা পর্যটকদেরও সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে৷ যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রও একই ধরনের সতর্কতা জারি করেছে৷
জঙ্গিদের স্টুডিও'র সন্ধান
কারফিউ চলাকালে মুসলিম অধ্যুষিত একটি এলাকায় শুক্রবারের অভিযান চালানো হয়৷
এর কয়েক ঘণ্টা আগে আরেকটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ৷ তাদের ধারণা হামলাকারীরা ইস্টার হামলা চালানোর আগে এই বাড়িতেই ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদীর প্রতি আনুগত্য স্বীকারের ভিডিওটি রেকর্ড করেছিল৷ হামলার দুদিন পর ভিডিওটি অনলাইনে প্রকাশ করা হয়৷
বাড়িটি থেকে ডায়নামাইট, আইএসের পতাকা এবং জঙ্গিরা যে পোশাক পরে হামলা চালিয়েছিল, তেমন আরো কয়েকটি পোশাক উদ্ধার করা হয়েছে৷
আইএস হামলার দায় স্বীকার করলেও এর সপক্ষে এখনও কোনো প্রমাণ হাজির করেনি৷
এডিকে (এএপপি, এপি, রয়টার্স, ডিপিএ)