অস্থিরতা সত্ত্বেও আগামীর বাংলাদেশ সম্ভাবনার
৩১ ডিসেম্বর ২০১১রাজনীতির অঙ্গনে এখন বড় ইস্যু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা৷ বিদায়ী বছরে যেমন তেমনি নতুন বছরেও এই ইস্যুই রাজনীতির মাঠকে গরম রাখবে৷ প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি হাবিবুর রহমান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরোধী৷ তবে তিনি মনে করেন নির্বাচন সুষ্ঠু হওয়া প্রয়োজন৷ তার মতে নির্বাচন বর্জনের মত পরিস্থিতি সৃষ্টি হবে না৷ অবশ্যই সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারে বিকল্প ব্যবস্থা পাওয়া যাবে৷ এই মেধাবী জাতির মেধাবী সন্তানরা তা বের করবে৷
আর সাবেক কুটনীতিক ফারুক চৌধুরী মনে করেন, নানা সঙ্কটের মধ্যেও আশার আলো আছে৷ তিনি বলেন ক্ষমতার পরিবর্তন হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়৷ আর রাজনীতি হতে হবে রাজনীতির নিয়মে৷ তাহলে কোন সঙ্কট থাকবেনা৷ আর সেক্ষেত্রে কিছুটা হলেও আশার আলো দেখা গেছে৷
শেয়ার বাজার সহ অর্থনীতির নানা সঙ্কট থাকলেও তার সমাধানের পথ রয়েছে৷ অর্থনীতিতে এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয়নি যা সমাধানযোগ্য নয়-বললেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য৷ তবে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশনসহ জাতীয় বিষয়ে সরকারকে আলাপ আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে এগোতে হবে৷
তারা আশা করেন নতুন বছরে বাংলাদেশ আরো এগিয়ে যাবে৷ নতুন সূর্য নিয়ে আসবে নতুন সম্ভাবনা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম