সংগীত নির্দেশক বারেনবয়েম ওয়েস্টফ্যালিয়া শান্তি পুরস্কারে সম্মানিত
৬ নভেম্বর ২০১০এই অর্কেস্ট্রার মধ্য দিয়ে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের কাছাকাছি আনতে সচেষ্ট হয়েছেন তিনি৷
সংগীত নির্দেশক হিসেবে, পিয়ানোশিল্পী হিসেবে ডানিয়েল বারেনবয়েম'এর জগৎ জোড়া নাম৷ ১৯৯২ সাল থেকে তিনি বার্লিনের ‘‘উন্টার ডেন লিন্ডেন'' রাষ্ট্রীয় অপেরার সংগীত পরিচালক৷ ১৯৯৯ সালে তিনি প্রখ্যাত ফিলিস্তিনি নন্দনতাত্ত্বিক এডওয়ার্ড সাইদ'এর সঙ্গে মিলিত হয়ে ইসরায়েল, প্যালেস্টাইন অঞ্চল ও একাধিক আরব দেশের সংগীতশিল্পীদের নিয়ে গড়ে তোলেন ‘‘ওয়েস্ট-ইস্টার্ন দিওয়ান অর্কেস্ট্রা''৷ এই অর্কেস্ট্রা জাতি ধর্ম নির্বিশেষে মানুষে মানুষে সম্প্রীতি ও সহমর্মিতার বোধ জাগিয়ে তোলার ক্ষেত্রে এক মাইল ফলকের রূপ নিয়েছে৷
ম্যুনস্টার শহরে পুরস্কার দেয়ার অনুষ্ঠানে বিশিষ্টজনদের মাঝে উপস্থিত ছিলেন খোদ জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে৷ তাঁর পঠিত প্রশংসাপত্রে তিনি বলেন, এই ইসরায়েলি-আরব অর্কেস্ট্রা পারস্পরিক বোধ আর সম্মানের আদর্শই লালন করছে৷ মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনের কাঙ্খিত লক্ষ্যটিই অনুসরণ করছে অর্কেস্ট্রা৷
বারেনবয়েম তাঁর ধন্যবাদজ্ঞাপক বক্তব্যে ইসরায়েল আর ফিলিস্তিনিদের মধ্যে অবিলম্বে শান্তিপূর্ণ নিষ্পত্তির আহ্বান জানান৷ তিনি বলেন, আমার মনের আশাবাদী দিকটা আশা করছে, সময় যে দ্রুত বয়ে যাচ্ছে সেটা দু'পক্ষ বুঝতে পারবে৷ তিনি বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক একটি সমাধানের শেষ সুযোগ এখন৷ তাঁর সাফ কথা: ‘‘শান্তি আলোচনা যথেষ্ট হয়েছে৷ আমি চাই শান্তি৷''
ওয়েস্টফ্যালিয়া শান্তি পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার ইউরো৷ ১৬৪৮ খ্রিষ্টাব্দের ২৪ অক্টোবর জার্মানির ম্যুনস্টার ও অসনাব্র্যুক শহরে ওয়েস্টফ্যালিয়া শান্তিচুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ইউরোপে সমাপ্তি ঘটেছিল ত্রিশ বছরের রক্তক্ষয়ী যুদ্ধ৷ ১৯৯৮ সালে এই চুক্তির ৩৫০তম বর্ষপূর্তিতে চালু হয়েছিল ওয়েস্টফ্যালিয়া শান্তি পুরস্কার৷ ইউরোপে এবং বিশ্বের অন্যত্র দৃষ্টান্ত বয়ে আনা শান্তি তৎপরতার স্বীকৃতি হিসেবে প্রতি দু'বছর অন্তর দেয়া হয়ে থাকে এই পুরস্কার৷
প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক
সম্পাদনা: সঞ্জীব বর্মন