জাতীয় নির্বাচন বিতর্ক
২৯ জানুয়ারি ২০১৩আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত সময়ে এবং সংবিধানের অধীনে আগামী জাতীয় নির্বাচনের কথা বলেছেন৷ নাকচ করেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে৷ বলেছেন, কারা নির্বাচনে আসবে আর কারা আসবে না – তা নিয়ে ভাবার দরকার নেই৷ এই অবস্থান কিছুটা হতাশ করেছে দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরওয়ারকে৷ তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের যে একটি আশা জেগেছিল তাও এখন ফিঁকে হয়ে এসেছে৷
এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান মনে করেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে৷ তা না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না৷ তাই সব দলের অংশগ্রহণের জন্য যা প্রয়োজন, তা করা উচিত৷ তাঁর মতে, এমনটা না হলে দুই বড় রাজনৈতিক দলের খেলায় ক্ষতিগ্রস্ত হবেন দেশের সাধারণ মানুষ৷
গোলাম সরওয়ার মনে করেন, সংকট নিরসনে সংলাপের কোনো বিকল্প নেই৷ আর সেই সংলাপ হওয়া এখন খুবই প্রয়োজন৷
ড. আকবর আলি খান এবং গোলাম সরওয়ার দু'জনেই বলেন যে, প্রকাশ্যে দুই দলই আলোচনা এবং সংলাপের কথা বলছে৷ কিন্তু বাস্তবে যে যার অবস্থানে অনঢ় থেকে রাজনৈতিক খেলা খেলছে তারা৷ এই অনঢ় অবস্থান থেকে দুই দলকেই ছাড় দিয়ে একটি মধ্যবর্তী জায়গায় আসতে হবে৷ না হলে সংকট আরো তীব্র হবে বলেই মনে করেন তাঁরা৷