সংসদে বিএনপি
১৯ মার্চ ২০১২টানা ৮৩ কার্য দিবস অনুপস্থিত থাকার পর, বিএনপি সংসদে যোগ দেয় রোববার৷ এই সংসদ অধিববেশন চলার কথা ২৯শে মার্চ পর্যন্ত৷ বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ এমপি বলছেন, চলতি অধিবেশেনর শেষ দিকে খালেদা জিয়া সংসদে ভাষণ দেবেন৷ তিনি জানান, যদি সংসদে বিরোধী দলের প্রতি সম্মানজনক আচরণ করা হয়, তাহলে বিরোধী দল সংসদ বর্জন করবে না৷ তারা আগামী অধিবেশনেও যোগ দেবেন৷
ব্যারিস্টার মওদুদ বলেন, খালেদা জিয়া সংসদে তাঁর ভাষণে বর্তমান সরকারের ৩ বছরের শাসনামলের চুলচেরা বিশ্লেষণ করবেন৷ তুলে ধরবেন ব্যর্থতার দিক৷ আর সরকারের যদি কোন সাফল্য থাকে, তার কথাও বলবেন৷ কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিকল্প কোন প্রস্তাব দেবেন না৷ কারণ, এবিষয়ে সংবিধান ও আদালতের রায়েই দিক নির্দেশনা রয়েছে৷
আর বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক জানান, খালেদা জিয়া ১২ই মার্চের মহাসমাবেশেই স্পষ্ট করে বলেছেন তিনি কি চান৷ এখন যা করার সরকারকেই করতে হবে৷ বিরোধী নেত্রী সংসদে ঐ দাবিই আবারো তুলে ধরবেন৷ নতুন কোন বিকল্প প্রস্তাব দেবেন না৷
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, তারা এবার সংসদে থাকতে চান৷ তারা চান সংসদে এবং সংসদের বাইরে সমানভাবে আন্দোলন চালিয়ে যেতে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ