বাঙালি সম্মেলন
১৯ ফেব্রুয়ারি ২০১২পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী বাঙালী জনগোষ্ঠীর বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে নিয়ে প্রথম বাঙালি সম্মেলন৷ রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সম্মেলনটির আয়োজন করেছে লন্ডনে গঠিত বেঙ্গল ফাউন্ডেশন৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি বৃটিশ কবি ও রবীন্দ্র গবেষক ড. উইলিয়াম রাদিচে নিজেকে ‘বাঙালি' অবাঙালি উল্লেখ করে বলেন, সারা বিশ্বে বাঙালি সংস্কৃতি ছড়িয়ে দিতে আরো উদ্যোগ দরকার৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাঙালির সংস্কৃতির বিকাশের জন্য প্রয়োজন গণতান্ত্রিক প্রক্রিয়া৷ আর সে প্রক্রিয়া এগিয়ে নিতে পারে সুষ্ঠু নির্বাচন৷
প্রধানমন্ত্রী আরো বলেন, যারা বাঙালি সংস্কৃতি ও বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা দেশকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিতি দিয়েছিল৷ এখন সে ধারণার পরিবর্তন হয়েছে৷
প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী