সংস্কৃতি বাঁচাতে পদক্ষেপ
১০ জুলাই ২০১২গত কয়েক দশক ধরে আফগানিস্তানের নড়বড়ে অবস্থার সুযোগে তাদের নামকরা অনেক কবি-সাহিত্যিককে নিজেদের বলে দাবি করে আসছে ইরান - এমন মন্তব্য দেশটির তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা জালাল নুরানি'র৷
ফার্সি সাহিত্যের সবচেয়ে সেরা কবি বলে মনে করা হয় রুমি'কে৷ আফগানিস্তানে তিনি পরিচিত মাওলানা জালাল-উদ-দিন বলখি নামে৷ আর ইরানে পরিচিত ‘মেভলেভি' নামে৷ তবে বাইরের বিশ্বের কাছে তিনি রুমি নামেই পরিচিত৷
রুমি একসঙ্গে আফগানিস্তান, ইরান আর তুরস্কের জাতীয় কবি৷ অর্থাৎ তিন দেশই রুমিকে তাঁদের কবি বলে মনে করে৷ অথচ রুমি'র জন্ম যেখানে সে জায়গাটা পড়েছে বর্তমান আফগানিস্তানের উত্তরাঞ্চলে৷ তবে নিজ পরিবার নিয়ে তুরস্কে বাস করছেন তিনি৷ সেখানেই রচনা করেছেন এবং করছেন তাঁর বহু সেরা সাহিত্য-কর্ম৷
এই দুই দেশের বাইরেও ইরান মনে করে রুমি তাদের কবি৷ রাজধানী তেহরানের দেয়ালে কিংবা স্কুলের পাঠ্য বইয়ে তথা ইরানি সাহিত্যের পরতে পরতে জড়িয়ে আছে রুমি'র অবদান৷
রুমি'কে নিয়ে এই টানাটানি প্রসঙ্গে কাবুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়ামিন বলছেন, ‘‘রুমি আফগানিস্তানের কোথায়, কবে জন্মগ্রহণ করেছিলেন সেই প্রমাণ আমাদের কাছে আছে৷ এইসব নিয়ে আমরা যখন ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে যাই তখন তাঁরা বলেন যে, রুমি যখন জন্মেছিলেন, সেই ত্রয়োদশ শতকে, তখন ইরান আর আফগানিস্তান এক অঞ্চল ছিল৷ তাই রুমি ইরানেরও কবি৷''
পাকিস্তানকে নিয়েও এমন আশঙ্কা অনেক আফগানের৷ তাইতো সম্প্রতি বিংশ শতাব্দির সেরা আফগান কবি ওস্তাদ খলিলুল্লাহ খলিলি'র মরদেহ পাকিস্তান থেকে আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়েছে৷ এ সম্পর্কে কাবুল বিশ্ববিদ্যালয়ের ফার্সি ও উর্দু বিভাগের প্রধান মোহাম্মদ হুসাইন ইয়ামিন বলেন, ‘‘খলিলি আমাদের কবি৷ তাই পাকিস্তানের পেশওয়ারে থাকা তাঁর মরদেহ আমরা নিয়ে এসেছি৷ খলিলি তাঁর জীবনের শেষ কয়েকটা বছর পাকিস্তানে কাটিয়েছেন বলে ভবিষ্যতে কেউ তাঁকে পাকিস্তানের বলে দাবি করুক, এটা আমরা চাই না৷''
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান শাসন করেছে তালেবান জঙ্গি গোষ্ঠী৷ সেসময় গান লেখা, সুর করা, গাওয়া এবং শোনা ছিল নিষিদ্ধ৷ তবে কেউ চাইলে কবিতাকে গানের মতো গাইতে পারতো৷
মজার ব্যাপার, তালেবান গোষ্ঠী কিন্তু নিজেও এভাবে কবিতার ব্যবহার করে থাকে৷ তারা মনে করে, নতুন কর্মী আকর্ষণ ও পুরনো সদস্যদের চাঙা করে রাখতে কবিতাকে কাজে লাগানো যায়৷ আর তাই, এ বছরের শুরুতে তারা একটা ওয়েবসাইট তৈরি করেছে, যেখানে এধরণের কবিতা গান আকারে শুনতে পাওয়া যায়৷
জেডএইচ / ডিজি (রয়টার্স)