1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সকালে গ্রেপ্তার, বিকেলে ‘মুক্ত'

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৫ এপ্রিল ২০১৮

সকালে বেসিস-এর সাবেক সভাপতি ফাহিম মাসরুরকে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার এক মামলায় গ্রেপ্তার করে পুলিশ৷ তবে সরকারের ‘শীর্ষ পর্যায়ের' নির্দেশে বিকেলেই তাঁকে ছেড়ে দেয়া হয়৷

https://p.dw.com/p/2wdU6
Bangladeschs Fahim Mashroor, Chief Executive Officer (CEO) von Bangladeschs größter Jobseite bdjobs.com, festgenommen
ছবি: facebook/fahimmashoor

আটকের সাড়ে পাঁচ ঘণ্টা পর ফাহিম মাসরুরকে ছেড়ে দিয়েছে পুলিশ৷ বিকেল সাড়ে চারটার দিকে ডিবি কার্যালয় থেকে তাঁকে ছেড়ে দেয় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট৷ মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) উপ-কমিশনার মাসুদুর রহমান ডয়চে ভেলেকে জানান, ‘‘তাঁকে জিজ্ঞাসাবাদ করে এবং তাঁর ফেসবুক আইডি চেক করে সরকার বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এখনো আপত্তিকর কোনা বক্তব্য বা পোস্ট পাওয়া যায়নি৷ এ কারণে তাঁকে ছেড়ে দেয়া হয়েছে৷ তবে মামলার তদন্ত অব্যাহত আছে৷''

তবে এর আগে এই কর্মকর্তাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সাবেক সভাপতি ফাহিম মাসরুরকে ৫৭ ধারার মামলায় গ্রেপ্তারের কথা জানিয়েছিলেন৷ সাবেক ছাত্রলীগ নেতার দায়ের করা মামলায় ফাহিমকে আটকের পর বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া হয়৷ অনেকেই বলছেন, মামলার অভিযোগ যথার্থ নয় এবং শত্রুতামূলকভাবে মামলাটি করা হয়ে থাকতে পারে৷ জানা গেছে, সরকারের শীর্ষ পর্যায় থেকে ফাহিমকে ছেড়ে দিতে বলার পর পুলিশ তাঁকে ছেড়ে দেয়৷

‘৫৭ ধারা যে হয়রারনিমূলক একটি আইন তার সর্বশেষ প্রমাণ হলো ফাহিম মাসরুরের গ্রেপ্তার হওয়া'

এর আগে বুধবার সকালে কাওরানবাজারের বিডিবিএল ভবনের অফিস থেকে ফাহিম মাসরুরকে গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তারের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মাসুদুর রহমান ডয়চে ভেলেকে ফাহিমকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানোর কথাও জানিয়েছিলেন৷ তবে তিনি আরো জানিয়েছিলেন, রিমান্ডের আবেদন করা হয়নি৷

তখন গ্রেপ্তারের কারণ জানতে চাইলে মাসুদুর রহমান বলেন, ‘‘কাফরুল থানায় আল-সাদিক নামে এক জনের দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে৷ বাদী তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহার করে সরকারবিরোধী প্রচারণার অভিযোগ করেছেন৷''

সুনির্দিষ্ট কী অভিযোগ জানতে চাইলে তিনি জানান, ‘‘সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারের অভিযোগ৷'' ডিএমপি-র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা ফাহিমকে গ্রেপ্তার করেছিলেন৷ ২২ এপ্রিল কাফরুল থানায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়৷ মামলার বাদী আল-সাদিক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক৷

এজাহারে দাবি করা হয়, ‘‘ফাহিম মাসরুর তাঁর ফেসবুক আইডি থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ছবির ব্যাঙ্গাত্মক কার্টুন আপলোড ও শেয়ারসহ উসকানিমূলকভবে মিথ্যা ও অপমানমূলক স্ট্যাটাস ও তথ্য আপলোড করে অপপ্রচারের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ দেশে অরাজক পরিস্থিতি ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছেন এবং একই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন৷''

মাসুদুর রহমান

এজাহারে আরও বলা হয়, ‘‘সামাজিক যোগাযোগের মাধ্যমে এরূপ মিথ্যা মানহানিকর আইন-শৃঙ্খলার অবনতি সৃষ্টিকারী রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং এ ধরনের তথ্যাদির মাধ্যমে ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে উসকানি প্রদান করে, যা সংগঠন, রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে৷'' বাদী ফাহিম মাসরুরের ফেসবুকের কিছু স্ক্রিনশটও উপস্থাপন করেছেন৷

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ফাহিম মাসরুর বাংলাদেশের চাকরি বিষয়ক ওয়েবসাইট বিডিজবস ডটকম ও ই-কমার্স মার্কেটপ্লেস ‘আজকের ডিল'-এর প্রধান নির্বাহী৷ বর্ষসেরা উদ্যোক্তা (মাঝারি প্রতিষ্ঠান, সার্ভিস ক্যাটাগরি) হিসেবে পুরস্কারও পেয়েছেন তিনি৷ গত ৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন৷ এছাড়া বেসিস-এর সদ্যনির্বাচিত কমিটির পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি৷

ফাহিমকে তথ্য প্রযুক্তি আইনের যে ৫৭ ধারায় গ্রেপ্তার করা হয়েছে, তা বাংলাদেশে একটি বিতর্কিত আইন৷ সরকার এরই মধ্যে এই ধারা বিলোপের সিদ্ধান্ত নিয়েছে৷ ৫৭ ধারার পরিবর্তে জিডিটাল আইন পাশের জন্য সংসদ তুলেছে সরকার৷

ফাহিম মাসরুরকে ৫৭ ধারায় গ্রেপ্তারের পর এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক ডয়চে ভেলেকে বলেছিলেন, ‘‘৫৭ ধারা যে হয়রারনিমূলক একটি আইন তার সর্বশেষ প্রমাণ হলো ফাহিম মাসরুরের গ্রেপ্তার হওয়া৷ ফাহিম মাসরুর একজন তরুণ উদ্যোক্তা৷ তাঁর রাজনৈতিক মতামত ভিন্ন হতে পারে৷ কিন্তু তাঁর কথা বলার স্বাধীনতা আছে৷ তাঁর বাক-স্বাধীনতা আছে৷ সেটা রুদ্ধ করা যায় না৷ তাঁকে গ্রেপ্তার কোনোভাবেই মেনে নেয়া যায় না৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান