ছুরি হামলাকারীকে আটক করেছে পুলিশ
২১ অক্টোবর ২০১৭সন্দেহভাজন ঐ ব্যক্তির হামলায় অন্তত চারজন আহত হয়েছেন, তবে তাদের কারো অবস্থাই আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে পুলিশ৷ শনিবার সকালে এই হামলার ঘটনার পর সোয়াত টিম কয়েকঘণ্টা অভিযান চালিয়ে সন্দেহভাজন ছুরি হামলাকারীকে আটকে সক্ষম হয়৷ তবে পুলিশ এ-ও জানিয়েছে যে, যাকে আটক করা হয়েছে সেই যে সমস্ত হামলার সঙ্গে জড়িত তা তারা শতভাগ নিশ্চিত নয়৷
এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সন্দেহভাজনকে আটক করতে পুলিশের সর্বশক্তি প্রয়োগ করা হয়েছে৷ অভিযান চালানোর সময় হামলাকারী চল্লিশ বছর বয়সি, সোনালি চুলের অধিকারী এবং বেশ মোটা বলে উল্লেখ করে পুলিশ৷ সে সবুজ জ্যাকেট পরে ঘুরছিল এবং তার পিঠে একটি ব্যাকপ্যাক ছিল৷ ব্যাকপ্যাকের সঙ্গে একটি স্লিপিংব্যাগ আটকানো ছিল৷ এছাড়া সে একটি কালো বাইসাইকেলে চালাচ্ছিল বলেও জানা যায়৷
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, হামলাকারী একা ছিল৷ এবং তার নির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না৷ বরং মিউনিখের ছয়টি আলাদা আলাদা স্থানে হঠাৎ করে ছুরি নিয়ে হামলা চালায় সে৷ তার হামলায় চার ব্যক্তি আহত হলেও অন্য দু'জন রক্ষা পান।
এদিকে, সন্দেহভাজন গ্রেপ্তার হলেও রসেনহাইমার প্লাৎস এবং অস্টবানহফ এলাকার মানুষদের সতর্ক থাকতে বলেছে পুলিশ৷ শহরের বিভিন্ন স্থানে পুলিশের সাইরেনের শব্দ শোনা গেছে বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়েছেন অনেকে৷
সন্দেহভাজন হামলাকারী সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি৷ এননকি এটি সন্ত্রাসী হামলা কিনা, তাও জানাতে পারেনি পুলিশ৷
উল্লেখ্য, গতবছর মিউনিখে এক ইরানি বংশোদ্ভূত জার্মান তরুণ গুলি করে কয়েকজনকে হত্যা করে৷ সেসময় হামলাকারী নিজেকে একজন জার্মান এবং 'আরিয়ান' হিসেবে দাবি করে৷ তার লক্ষ্য ছিল তুর্কি এবং আলবেনীয় বংশোদ্ভূত তরুণদের হত্যা করা৷
এআই/ডিজি (ডিপিএ, এএফপি, এপি)