‘সফল’ পারমাণবিক পরীক্ষা
১২ ফেব্রুয়ারি ২০১৩পারমাণবিক পরীক্ষা চালানোর হুমকি আগেই দিয়েছিল উত্তর কোরিয়া৷ মঙ্গলবার সেই হুমকি বাস্তবায়নের খবর জানিয়েছে সে দেশ৷ উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, ‘নিরাপদ ও উপযোগী পদ্ধতিতে একটি অপেক্ষাকৃত ছোট এবং হালকা কিন্তু আগের চেয়ে বেশি ক্ষমতার পারমাণবিক ডিভাইস পরীক্ষা করা হয়েছে৷' এই বিস্ফোরণের ফলে সংশ্লিষ্ট এলাকার পরিবেশে কোনো ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি হবে না বলেও দাবি করেছে সে দেশ৷
এর আগে দক্ষিণ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থাগুলো ভূমিকম্পের খবর জানায়৷ মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত দু'টোর সময় ৪.৯ থেকে ৫.২ মাত্রার এই ভূকম্পন শনাক্ত করে তারা৷ উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালানোয় এই কম্পন সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হয়৷
পর্যবেক্ষকরা জানিয়েছেন, ভূকম্পনের কেন্দ্রবিন্দু ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র এক কিলোমিটার গভীরে এবং এর আগে যেখানে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল তার কাছাকাছি এলাকায়৷
জাতিসংঘের মহাসচিব বান কি মুন এই পারমাণবিক পরীক্ষার নিন্দা জানিয়েছেন৷ তিনি বলেন, এটা অত্যন্ত ‘শোচনীয়' ব্যাপার যে তারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করেছে৷ বানের মুখপাত্র মার্টিন নেসিরকি এই বিবৃতিতে জানিয়েছেন, ‘‘আজ (উত্তর কোরিয়া) ভূগর্ভে যে পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে, তার নিন্দা জানিয়েছেন মহাসচিব৷ এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরোপিত সংশ্লিষ্ট নিষেধাজ্ঞার পরিষ্কার এবং গুরুতর লঙ্ঘন৷''
‘বিস্ফোরণ সাদৃশ্য' ভূকম্পন
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন-সেওক জানিয়েছেন, পারমাণবিক পরীক্ষা চালানোর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনকে সতর্ক করেছিল উত্তর কোরিয়া৷ এছাড়া জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবারের ভূকম্পনের ধরন স্বাভাবিক ভূমিকম্পের চেয়ে আলাদা ছিল৷
এদিকে, জাতিসংঘের পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ সংস্থার প্রধান টিবর টোট এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সর্বশেষ ভূকম্পনের সঙ্গে বিস্ফোরণের পরিষ্কার ইঙ্গিত রয়েছে৷'
উল্লেখ্য, গত মাসে ‘উচ্চক্ষমতার' পারমাণবিক পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছিল উত্তর কোরিয়া৷ গত ডিসেম্বরে সে দেশ রকেট পরীক্ষা করায় নাখোশ হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ৷ এরপর সেদেশের উপর নিষেধাজ্ঞার পরিমাণ আরো বাড়িয়ে দেশ পরিষদ৷ আর তারই প্রতিক্রিয়ায় পুনরায় পারমাণবিক পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছিল উত্তর কোরিয়া৷
এআই / এসবি (রয়টার্স, এএফপি, এপি)