শার্লি এব্দোর বর্ষপূর্তি
৬ জানুয়ারি ২০১৬বিজ্ঞাপন
ব্যঙ্গ, শ্লেষ, উসকানি – ফরাসি পত্রিকা ‘শার্লি এব্দো' এগুলিকেই হাতিয়ার করে বিভিন্ন চলমান বিষয় তুলে ধরে থাকে৷ কোনো ধর্ম, কোনো রাজনৈতিক শিবিরই তাদের ব্যঙ্গ-বিদ্রূপ থেকে রেহাই পায় না৷ সন্ত্রাসী হামলাও তাদের নীরব করতে পারেনি৷
হামলার এক বছর পর তারা এবার সরাসরি ঈশ্বরকেই সশস্ত্র সন্ত্রাসবাদীর রূপে প্রচ্ছদে তুলে ধরেছে৷
খোদ ঈশ্বরকে কাঠগড়ায় তোলায় অত্যন্ত অসন্তুষ্ট ভ্যাটিকান সিটি৷ ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ নেতৃত্বের মতে, এটা একেবারেই ন্যায্য হয় নি৷
এক বছর আগে সন্ত্রাসী হামলায় শার্লি এব্দো পত্রিকার যে ১২ জন কর্মী নিহত হয়েছিলেন, তাঁদের নাম সহ একটি ফলক উন্মোচন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ৷
এদিকে ফ্রান্সের এক মসজিদে শার্লি এব্দো হামলায় নিহতদের স্মরণে বিশেষ স্মরণসভা আয়োজন করেছে৷
সংকলন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ