1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সব নারীকে গর্ভপাতের অধিকার দিল সুপ্রিম কোর্ট

৩০ সেপ্টেম্বর ২০২২

গর্ভপাত নিয়ে সুদূরপ্রসারী রায় দিল ভারতের সুপ্রিম কোর্ট। তারা জানিয়েছে, বিবাহিত ও অবিবাহিত নারীরা গর্ভপাত করতে পারবে।

https://p.dw.com/p/4HYyW
ভারতে বিবাহিত, অবিবাহিত সব নারী গর্ভপাতের অধিকার পেল।
ভারতে বিবাহিত, অবিবাহিত সব নারী গর্ভপাতের অধিকার পেল। ছবি: Donatella Giagnori/MAXPPP/Eidon/picture alliance

গর্ভপাতের ক্ষেত্রে বিবাহিত ও অবিবাহিত নারীর প্রভেদ ঘুচিয়ে দিলো সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, গর্ভপাতের বিষয়ে কোনো বাইরের প্রভাব ও হস্তক্ষেপ ছাড়াই মেয়েরা সিদ্ধান্ত নেবেন। বিবাহিত নারীর মতো অবিবাহিতরাও এই সিদ্ধান্ত নিতে পারবেন। মেয়েরা এই বিষয়টি পুরোপুরি নিজেরা ঠিক করবেন।

সর্বোচ্চ আদালত জানিয়েছে, সন্তানের জন্ম দেয়ার স্বাধীনতা মেয়েদের আছে। তাই তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই তারা গর্ভপাত করাতে পারে।

একই সঙ্গে গর্ভপাতের ক্ষেত্রে বৈবাহিক ধর্ষণকেও স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতিরা বলেছেন, মেডিক্যাল টার্মিনেশন অ্যান্ড প্রেগনেন্সি(এমটিপি) আইনের মধ্যে বৈবাহিক ধর্ষণের বিষয়টিও ঢোকাতে হবে। তাদের মতে, এমটিপি আইনের পরিবর্তন জরুরি।

এখন ২৪ সপ্তাহের মধ্যে গর্ভপাত করাতে পারবেন নারীরা। গর্ভপাতের জন্য সাতটি বিভাগ তৈরি করা আছে। সেইগুলির অংশ হলে তবেই তারা গর্ভপাতের সিদ্ধান্ত নিতে পারেন। এবার আদালতের নির্দেশে আরো একটি বিভাগ যুক্ত হলো। এই বিভাগটি হলো, কোনো বিবাহিত বা অবিবাহিত নারীকে যদি পুরুষ সঙ্গী ছেড়ে চলে যায়, তাহলেও ২৪ সপ্তাহের মধ্যে তিনি গর্ভপাত করাতে পারবেন।

সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, গর্ভপাতের ক্ষেত্রে বিবাহিত ও অবিবাহিত মেয়েদের মধ্যে কোনো ফারাক করা যাবে না। শুধু বিবাহিত মেয়েরাই সেক্সুয়ালি অ্যাক্টিভ এটা মনে করার কোনো কারণ নেই।

কোনো অবিবাহিত নারী যদি স্বেচ্ছায় কারো সঙ্গে সহবাস করেন, তাহলে তাকে গর্ভপাতের অধিকারথেকে বঞ্চিত করা যায় না।

ভারতে গর্ভপাত

১৯৭১ সাল থেকে ভারতে এমটিপি আইন চালু আছে। এই আইনে বিবাহিত, বিবাহবিচ্ছিন্না, অপ্রাপ্তবয়স্কা, অসুস্থ ও প্রতিবন্ধী মেয়েদের ক্ষেত্রে গর্ভপাতের অধিকার দেয়া হয়েছে। এছাড়া ধর্ষিতারাও গর্ভপাত করাতে পারেন।

আইপিএএস ডেভলাপমেন্ট ফাউন্ডেশনের হিসাব হলো, ভারতে প্রতি বছর ৬৪ লাখ গর্ভপাত হয়। তার মধ্যে অর্ধেকের বেশি গর্ভপাত নিরাপদ হাতে হয় না।

জিএইচ/এসজি (পিটিআই, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য