1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভয়ংকর প্রাণী মানুষ!

আশীষ চক্রবর্ত্তী২৬ নভেম্বর ২০১৫

বিশ্বকে কত বদলে দিয়েছে মানুষ! প্রস্তর যুগ থেকে এই আধুনিক সময়ের কথা ভাবলে সত্যিই অবাক হতে হয়৷ কিন্তু অসাধারণ সব অর্জনের মাধ্যমে জীবনকে আরো আধুনিক ও আয়েশি করতে গিয়ে কি বিশ্বের সবচেয়ে ক্ষতিকর প্রাণী হয়ে উঠেছে মানুষ?

https://p.dw.com/p/1HD25
Symbolbild Menschenhandel
ছবি: picture-alliance/dpa/J.-P.Strobel

মাত্র ৩ মিনিট ৩৫ সেকেণ্ডের এই অ্যানিমেশন ছবি দেখলেই জানা যাবে এই প্রশ্নের উত্তর৷ ওইটুকু সময়েই অসাধারণভাবে তুলে ধরা হয়েছে আধুনিক জীবনের কিছু সাধারণ সত্য৷ মানুষের জাগতিক চাহিদা বাড়ছে৷ জীবনযাপন আরো সহজ, আরামদায়ক, আরো বর্ণময় করতে কত কী তৈরি করছে! নতুন নতুন সৃষ্টির সুখে উল্লসিত মানবসভ্যতা৷ কিন্তু এসব সৃষ্টি, অর্জন, অহঙ্কারের আড়ালে কত ধ্বংসের খেলা, কতইনা নিষ্ঠুরতা!

বিষধর সাপ থেকে শুরু করে অতিকায় তিমি – নিজের প্রয়োজন মেটাতে কাউকেই রেহাই দেয় না মানুষ৷ পায়ের জুতো থেকে চুলের চিরুনি পর্যন্ত প্রতিটি সামগ্রী তৈরিরই কোনো না কোনো পর্যায়ে কেড়ে নেয়া হয় অন্য প্রাণীর প্রাণ৷ গাছ কেটে কেটে বন উজাড়৷ সবুজ কেটেছিঁড়ে গড়ে ওঠে অট্টালিকার সারি৷ মানুষের কাছে অন্য প্রাণী, গাছ-পালা, ডোবা-নালা-নদী-সাগর সবাই বড় অসহায়৷

মানুষের সক্ষমতা যেন আত্মসুখে৷ এই আত্মসুখ মানুষকেও অবশ্য ধ্বংসের দিকেই ঠেলে দিচ্ছে৷

ইউটিউবের এই ভিডিওতে মানুষের এই ভয়ঙ্কর দিকটিই ফুটিয়ে তোলা হয়েছে৷ গত তিন বছরে ১ কোটি ৬৮ লক্ষ ৮০ হাজার ৩৪৯ বার দেখা হয়েছে এই ভিডিও৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য